শেষ আপডেট: 3rd August 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো: সনাতন ধর্মের পর এবার রাম। রামের অস্তিত্বের কোনও প্রমাণ নেই। ডিএমকে-র এক নেতার এই মন্তব্যে ফের সাড়া পড়ে গিয়েছে বিজেপিসহ হিন্দুত্ববাদী দলগুলির মধ্যে। তামিলনাড়ুর মন্ত্রী এসএস শিবশঙ্কর বলেছেন, ভগবান শ্রীরামচন্দ্র যে ছিলেন, এমন কোনও ঐতিহাসিক তথ্যপ্রমাণ নেই। আরিয়ালুর নামে একটি রাজ্যের একটি জায়গায় তাঁর এই মন্তব্যকে ঘিরে ফের হিন্দুত্ব মহলে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। এর জবাবে বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই ডিএমকে-র ভগবান রামকে নিয়ে অবচেতন বিকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি মন্ত্রীর ওই ভিডিও তুলে ধরে লিখেছেন, কয়েকদিন আগেই ওদের আইনমন্ত্রী টি রঘুপতি বলেছিলেন, ভগবান শ্রীরাম সামাজিক ন্যায়বিচারের এক প্রতিভূ। ধর্মনিরপেক্ষতার সূত্রধর। এবং তিনিই প্রথম সকলের জন্য সমদৃষ্টির মনোভাব রচনা করেছিলেন। আর তাঁরই সেই কথার কয়েকদিনের মধ্যেই আর এক মন্ত্রী বলছেন, রামের অস্তিত্বের কোনও প্রমাণ নেই। রামের গল্পগাথা আসলে নাকি চোল সাম্রাজ্যে মহত্বপূর্ণ ইতিহাসকে মুছে ফেলার একটা চক্রান্ত। আসলে ওনারা ঠিক করতে পারছেন না যে, রামচন্দ্রকে পার্টির সত্যকারের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত।
তিনি আরও লিখেছেন, এখন দুই মন্ত্রীর উচিত একসঙ্গে বসে আলোচনা করে ঠিক করা যে, রামচন্দ্র আদৌ ছিলেন কিনা। প্রসঙ্গত, প্রায় একবছর আগে তামিল ক্রীড়ামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন-পুত্র উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম মুছে দেওয়ার ডাক দিয়েছিলেন। যা নিয়ে দীর্ঘদিন ধরে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। বিষয়টি আদালতের চৌকাঠেও পৌঁছেছিল। তিনি সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে সংক্রামক ব্যাধি বলে বর্ণনা করেছিলেন। এবার ফের রামকে নিয়ে তামিল মন্ত্রীর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা জমে উঠতে চলেছে।