শেষ আপডেট: 19th June 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে যেমন বাঘা ওল, তেমন বুনো তেঁতুল!
৬ মাস ধরে বাড়ি ভাড়া দিচ্ছিলেন না ভাড়াটে। এমনকী বাড়ি মালিক বাড়ি খালি করার জন্য চাপ দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদালত তাঁকে কিছুদিন সময় দেওয়ার জন্য বাড়ি মালিককে নির্দেশও দিয়েছিল।
তবে দমে যাওয়ার পাত্র নন বাড়ি মালিক। বেয়াড়া ভাড়াটেকে শায়েস্তা করতে ভেঙে দিলেন নিজের বাড়ির দোতলায় ওঠার সিঁড়ি! ভাড়াটের তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। খবর পেয়ে দমকল এবং পুলিশের কর্মীরা এসে বিশেষ দড়ির সঙ্গে বেঁধে ভাড়াটে ও তাঁর পরিবারকে নীচে নামান।
ঘটনাটি তামিলনাড়ুর কাঞ্চিপুরমের ভানাভিল নগরের। বাড়ির মালিক শ্রীনিবাসনের দোতলায় পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন বেনুগোপাল নামের এক ব্যক্তি। সম্প্রতি তিনি পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত হন।
বেনুগোপালের দাবি, "এই কারণেই গত ৬ মাস মালিকের ভাড়ার টাকা দিতে পারিনি। তবু উনি চাপ দেওয়ায় আইনের সাহায্য নিয়েছিলাম।" বাড়ি মালিকের অমানবিক আচরণের নিন্দায় সরব হয়েছেন বাসিন্দাদের একাংশ। এখন দেখার নির্দেশ অমান্য করার ঘটনায় বাড়ি মালিকের বিরুদ্ধে আদালত কোনও পদক্ষেপ করে কি না!