শেষ আপডেট: 6th July 2024 07:51
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির সামনেই খুন হলেন বহুজন সমাজ পার্টির তামিলনাড়ু সভাপতি কে আর্মস্ট্রং। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে।
স্থানীয় সূত্রের খবর, বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে কথা বলছিলেন আর্মস্ট্রং। জনবহুল রাস্তায় আচমকা তিনটে বাইকে ৬ জন বিএসপি সভাপতির সামনে এসে দাঁড়ায়। প্রত্যেকের পরনে ছিল ডেলিভারি বয়ের পোশাক। মুহূর্তের মধ্যে একের পর এক কুড়ুলের কোপ মারা হয় আর্মস্ট্রংকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বিএসপি সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন। দলের রাজ্য সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে মায়াবতী লিখেছেন, “দলের সভাপতি তথা পেশায় আইনজীবী আর্মস্ট্রং রাজ্য়ে দলিতদের কণ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন। অভিযুক্তদের অবশ্যই কঠোর শাস্তি দিতে হবে।”
The gruesome killing of Mr. K. Armstrong, Tamil Nadu state Bahujan Samaj Party (BSP) president, outside his Chennai house is highly deplorable and condemnable. An advocate by profession, he was known as a strong Dalit voice in the state. The state Govt. must punish the guilty.
— Mayawati (@Mayawati) July 5, 2024
ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে শাসক দল ডিএমকে একযোগে আক্রমণ করেছে রাজ্যের বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, রাজ্যে আইনের শাসন নেই। ক্রমেই বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে হামলা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।