শেষ আপডেট: 14th July 2023 17:34
দ্য ওয়াল ব্যুরো: পণ (Dowry) হিসেবে গাড়ি চেয়েছিলেন পাত্র। অন্যান্য জিনিস জোগাড় করতে পারলেও পাত্রের জন্য গাড়ি কিনতে পারেননি পাত্রীর বাবা। বিয়ে করতে এসে গাড়ি নেই দেখে রেগে লাল হয়ে গেলেন বর। বিয়ের দু'ঘণ্টার মধ্যেই কনেকে 'তালাক' (Triple Talaq) দিলেন বর!
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায়। সেখানেই দুই মেয়ের ধুমধাম বিয়ের আয়োজন করেছিলেন ওয়াসি পরিবার। তাদের দুই মেয়ে ডলি ও গৌরীর বিয়ে ঠিক হয়েছিল একই মণ্ডপে। গৌরীর বিয়েতে কোনও অসুবিধা না হলেও ডলির পাত্র মহম্মদ আশিফ বেঁকে বসেন। তাঁর দাবি, গাড়ি দেওয়া হয়নি যৌতুকে।
ডলি-গৌরীর দাদা কামরান ওয়াসি বলেন, আশিফের পরিবার যখন পণের জিনিস দেখতে যায়, তখন দেখে তাতে গাড়ি নেই। গাড়ি না দেখে রেগে যান আশিফ। গাড়ি তাঁর চাই চাই। একান্তই গাড়ি দিতে না পারলে তার বদলে ৫ লাখ টাকা দেওয়ার কথাও বলেন আশিফ।
ডলির পরিবার জানায়, এত তাড়াতাড়ি গাড়ি হোক বা ৫ লাখ টাকা কোনওটাই জোগাড় করা সম্ভব নয়। কিছুটা সময় দিলে দাবি মেটানোরও আশ্বাস দেওয়া হয়। কিন্তু কিছুই শুনতে নারাজ ছিলেন আশিফ ও তাঁর পরিবারের সদস্যরা। এ কথা শুনে সঙ্গে সঙ্গে নববধূকে তালাক দিয়ে দেন আশিফ।
'রক্ষকই ভক্ষক', মেয়েকে যৌন হেনস্থার অভিযোগে বাবাকে যাবজ্জীবন সাজা