শেষ আপডেট: 19th January 2023 14:55
দ্য ওয়াল ব্যুরো: স্বামীর আগে তিনটে বিয়ে, জেনে ফেলতেই অশান্তি শুরু করেন স্ত্রী। যার জেরে স্ত্রীকে 'তিন তালাক' দিলেন রাজস্থানের এক ব্যক্তি। ভারতে নিষিদ্ধ হয়েছিল 'তিন তালাক' (Triple Talaq) পদ্ধতি। তাই ইমরান নামে ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের হয়।
কী ঘটেছিল?
ইমরানের সঙ্গে ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ হয় ওই মহিলার। ধীরে ধীরে সেই আলাপ বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়। ওই মহিলার আগের পক্ষের সন্তান ছিল। তাদের দেখভালের দায়িত্বও নেন ইমরান। কিন্তু তখনও ওই মহিলার কোনও ধারণাই ছিল না যে ইমরানের আগের পক্ষের তিনজন স্ত্রী রয়েছে।
সম্প্রতি ইমরানের এই বিয়ের সম্পর্কে জানতে পারেন ওই মহিলা। তারপরই শুরু হয় অশান্তি। দিনদিন ঝামেলা বাড়তে থাকে। অভিযোগ, এই টালমাটাল অবস্থার মধ্যে একদিন হঠাৎই তাঁর চতুর্থ স্ত্রীকে টেক্সট মেসেজ করেন।তাতে লেখেন, 'তালাক, তালাক, তালাক…'! এই মেসেজ পাওয়ার পরেই পুলিশের কাছে অভিযোগ (Protection of Rights on Marriage) জানান ওই মহিলা।
প্রসঙ্গত, ২০১৭ সালে তিন তালাককে অসাংবিধানিক বলে রায় দেয় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। তারপরই ২০১৯ সালে সংসদে বিল এনে দেশে তিন তালাক নিষিদ্ধ করা হয়। এমনকী তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে ধরা হয়। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি ইমরানের। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।