শেষ আপডেট: 9th June 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: চলছে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তিনি। শপথ নিচ্ছেন নবনির্বাচিত সাংসদরাও। মোদীর মন্ত্রিসভায় যোগ দেবেন কারা, সেই তালিকা ইতিমধ্যেই সামনে চলে এসেছে। জানা গেছে, মোট ৬৮ জন মন্ত্রী এবার যোগ দেবেন ক্যাবিনেটে। সেই তালিকায় স্বাভাবিক ভাবেই রয়েছে একগুচ্ছ নতুন মুখ। ঠিক তেমনই বাদও পড়ছেন অনেক পুরনো মুখ।
আজ, রবিবার সকালে তাঁর বাসভবনে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে চা-চক্রের আয়োজন করেছিলেন মোদী। এই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সকলেই উপস্থিত ছিলেন। সামনের সারিতে দেখা গেছে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নীতীন গড়কড়ি, মনোহর লাল খট্টর, নির্মলা সীতারমন, পীয়ূষ গোয়েল থেকে শুরু করে তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বদের।
মোদীর এই চা-চক্রে যারা ডাক পেয়েছেন তারাই মন্ত্রিসভায় সুযোগ পাবেন এমন ধারণা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে অনুমান করা হচ্ছে বাংলা থেকে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার মন্ত্রী হতে চলেছেন। কারণ এই চা-চক্রে তাঁদের দুজনকেই দেখা গেছে। সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে এই বৈঠকে মোদী বার্তা দিয়েছেন, সকলকে সরকারের কাজে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে, সব প্রকল্প নির্ধারিত সময়েই শেষ করতে হবে।
সেই সঙ্গেই সামনে এসেছে, বিজেপির এমন ২০ জন রয়েছেন, যাঁরা মন্ত্রিত্ব পাবেন না। সেই ২০ জনকে ২০১৯ সালে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও সামলেছেন তাঁরা। এঁদের মধ্যে আবার এমন অনেকে রয়েছেন, যাঁরা ২০২৪ সালের ভোটে জিততেও পারেননি।
বাদ পড়া মন্ত্রীদের তালিকায় রয়েছেন, স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, অজয় ভাট, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, মীনাক্ষী লেখি, রাজকুমার রঞ্জন সিং, জেনারেল ভি কে সিং, আর কে সিং, অর্জুন মুন্ডা, রাজীব চন্দ্রশেখর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা, ভারতী পানওয়ার, অশ্বিনী চৌবে, রাওসাহেব দানভে, কপিল পাতিল, নারায়ণ রানে ও ভগবত করাডের মতো অনেকে হেভিওয়েট নেতানেত্রী।