শেষ আপডেট: 10th June 2024 13:58
দ্য ওয়াল ব্যুরো: কেরল থেকে এবারই প্রথম লোকসভায় খাতা খুলেছে বিজেপি। ত্রিশূর আসনে সিপিআই-কে হারিয়ে জিতেছেন বিজেপির সুরেশ গোপী। স্বভাবতই একমাত্র সাংসদ মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। রবিবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন গোপী। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মোদী তলব করেছিলেন কেরলের প্রথম বিজেপি সাংসদকে। মিনিট কয়েক দু’জনের একান্তে কথা হয়। সেই গোপী এখন বেঁকে বসেছেন। তাঁর বক্তব্য, ‘আমি মন্ত্রী থাকতে চাই না। দল মন্ত্রী করেছে। সাংসদ হিসাবে ত্রিশূরের মানুষের জন্য কাজ করতে চাই।’ শপথ নেওয়ার আগে কেন স্পষ্ট করেননি নিজের অবস্থান? গোপীর বক্তব্য, সময় ছিল না। শপথের কয়েক ঘণ্টা আগে ফোন পাই।
গোপীর দাবি, প্রচারেই তিনি ত্রিশূরের মানুষকে বলেছেন, দল চাইলেও মন্ত্রী হবেন না। তবে সাংসদ হিসাবে সদা পাশে থাকবেন। যদিও বিজেপি প্রচার করে, গোপী জিতলে মন্ত্রী হবেন। এটা মোদীর গ্যারান্টি। গোপীর কেন্দ্রে প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপির শীর্ষ নেতারা প্রচারে গিয়েছিলেন।
কেন মন্ত্রী থাকতে চান না গোপী? নিজেই বলেছেন, সাংসদের কর্তব্য পালনের পাশাপাশি মন দিয়ে সিনেমা করতে চান। মন্ত্রী থাকলে সেটা সম্ভব হবে না। আসলে গোপী মালওয়ালি ছবির একজন নামজাদা অভিনেতা। সিনেমার জগৎ তাই ছাড়তে চান না।
গোপীর বাসনা জানাজানি হতে তেড়েফুঁড়ে উঠেছে কংগ্রেস। কেরল কংগ্রেসের বক্তব্য, কেন ভোটের আগে গোপীর সঙ্গে এই ব্যাপারে চূড়ান্ত কথা বলে নেয়নি বিজেপি। শপথ নেওয়ার পর বলছেন, মন্ত্রী থাকতে চাই না। এটা তো গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে ছেলেখেলা।
গোপীর বাসনা নিয়ে বিজেপির জাতীয় বা রাজ্য নেতৃত্ব এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। তবে দলের একাংশের অন্য ব্যাখ্যা আছে গোপীর বায়না নিয়ে। ওই অংশের মতে, কেরলের প্রথম বিজেপি সাংসদ হিসাবে গোপীর আসলে ধারণা ছিল তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। সেটা না হওয়াতেই তিনি এখন সিনেমার নাম করে সরে যেতে চাইছেন। গোপী নিজের সিদ্ধান্তের পক্ষে আরও যুক্তি দিয়েছেন, সাংসদ হিসাবে কেরলের পাশাপাশি তামিলনাড়ুতেও সময় দেবেন।