শেষ আপডেট: 2nd July 2024 16:56
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: চোপড়াকাণ্ডের মূল অভিযুক্ত তাজমুল হক ওরফে জেসিবি এখন জেলে। তবুও আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, কে বা কারা তাজমুলের ওই বিতর্কিত ভিডিও তুলে ভাইরাল করল, তাঁদের খুঁজে বের করতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জেসিবির ভাই আলমগীর ও তার সাঙ্গপাঙ্গরা। ইতিমধ্যে সন্দেহের বশে একাধিক বাড়ি ভাঙচুর করেছে আলমগীররা। মারধরও করা হয়েছে বাসিন্দাদের। তাজিমুল জেলে থাকলেও অনুগামীরা দাপটে এলাকায় সন্ত্রাস রয়েছে। শুধু তাই নয় ভয়ে কুঁকড়ে গিয়েছেন নির্যাতিত তরুণের মা। তাঁর দাবি, "যে ভিডিও তুলে ভাইরাল করেছে, তার শাস্তি চাই।"
বৃদ্ধার জানিয়েছেন, যে তাঁর ছেলেকে মেরেছে, তাকে তিনি চেনেন না। তবে ভিডিও যে তুলে ভাইরাল করল, তার জন্য গোটা পরিবার বিবাকে পড়েছে। এতেই ক্ষোভ উগরে তিনি বলেন, "যে ভিডিও ভাইরাল করেছে, আমি তাঁর শাস্তি চাই।"
রবিবার দুপুরের এক তরুণ-তরুণীকে রাস্তায় ফেলে নৃশংসভাবে মারধরের ভিডিও ভাইরাল হয়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তবে চোপড়াকাণ্ড প্রভাব ফেলেছে রাজ্য রাজনীতিতে। এই ভিডিও ভাইরাল হতেই নাম উঠে আসে তাজিমুল হকের। স্থানীয়দের কাছে সে জেসিবি নামেই পরিচিত। শাসকদলের ঘনিষ্ট বলেও অনেকে দাবি করেছেন। রবিবার রাতে গ্রেফতার করা হয় এই জেসিবিকে।
এলাকার বাসিন্দাদের দাবি, মারামারি, খুন, তোলাবাজি এই নিয়ে থাকে তাজিমুল ও তার শাগরেদরা। কেউ তার ভয়ে মুখ খোলে না। গোটা এলাকায় জেসিবির ত্রাসের শিকার। ভিডিও ভাইরাল হওয়াতেই তার কীর্তি ফাঁস হয়েছে।
এদিকে মঙ্গলবার শিলিগুড়ির সার্কিট হাউসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস চোপড়া নির্যাতিতার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু নির্যাতিতার পরিবার এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেনি। পরে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল জানান, ওই পরিবার চাইলে রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন। অথবা ভার্চুয়াল মাধ্যমে তাঁকে অভিযোগ জানাতে পারেন।