শেষ আপডেট: 27th December 2023 20:29
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর সবাই নতুন ভাবে ভাল মনে শুরু করতে চান।তাই দিনযাপনের একঘেয়েমি কাটাতে দরকার একটু জায়গা বদল,একটু আরামের আয়োজন। আরামের আর এক নাম তাজ হোটেল। বিলাসবহুলভাবে থাকা, এলাহি খাওয়া দাওয়া, ডিজে, পার্টি, স্পেশ্যাল ক্যুইজিন আরও কত কী। এবার সমস্যা একটাই কলকাতা শহরে তাজের এতগুলো হোটেল এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে যে কোথায় কী নিউ ইয়ার স্পেশ্যাল অফার চলছে সেটা জানা মুশকিল।
চিন্তা নেই, আপনার মুশকিল আসান করতে এখানে রইল কলকাতায় তাজের বিভিন্ন হোটেলে নিউ ইয়ারে থাকার খুঁটিনাটি।
• তাজ বেঙ্গল
এবারের নতুন বছরের শুরুটা কাটাতে পারেন তাজ বেঙ্গলে লাক্সারি স্টে বুক করে। থাকার জন্য বিলাসবহুল ব্যবস্থা এবং দারুণ আতিথেয়তার আয়োজন করেছে তাজ বেঙ্গল। নিউ ইয়ারের জন্য তাজ বেঙ্গলে থাকার ব্যবস্থাতে চলছে বিশেষ অফার। দিন প্রতি রুমের ভাড়া ১২৫০০ টাকা। এখানে থাকলে আপনি পাবেন স্যালন, স্পা সার্ভিস এবং কার সার্ভিসের উপর ২০ % ছাড়। এছাড়া আপনার বাচ্চার বয়স যদি ৫ বছরের কম হয় তাহলে তার থাকা হবে ফ্রি। সন্ধেবেলায় পাম লাউঞ্জে বসে উপভোগ করুন টি টাইম। যতক্ষণ থাকবেন পাবেন ফ্রি ওয়াইফাই আপনার সঙ্গে থাকা সমস্ত ডিভাইসের জন্য।
• তাজ তালকুটির
শহরের একদম নতুন ফাইভ স্টার হোটেল তাজ তালকুটির। নিউ টাউনে খোলামেলা পরিবেশে নিউ ইয়ার্স ইভ উদযাপন করতে চাইলে রুম বুক করতে পারেন তালকুটিরে। এখানেও রুম বুক করলে পাবেন স্পা সার্ভিসে ২০% ছাড়। এছাড়া পাঁচ বছরের নীচে বাচ্চাদের থাকার খরচ লাগবে না। বাচ্চার বয়স পাঁচ বছরের বেশি হলে থাকার খরচ লাগলেও খাওয়া দাওয়ার খরচে থাকবে ৫০% ছাড়। পাশাপাশি পাবেন ফ্রি ওয়াইফাই, রুমের ভেতরে পাবেন সেলিব্রেটরি উপহারও। দিন প্রতি রুমের ভাড়া ৯৫০০ টাকা।
• ভিভান্তা
নিউ ইয়ার কাটাতে পারেন রুবির কাছে ভিভান্তা ইএম বাইপাসেও। ভিভান্তায় নিউ ইয়ার স্টে অফার চলছে ডিসেম্বরের ২২ তারিখ থেকে। জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত এই অফার থাকবে। সকাল ১০ টায় চেক ইন এবং চেক আউট পরের দিন দুপুর ৩ টেয়। ব্রেকফাস্ট, ডেলি ক্রেডিট, কার সার্ভিসের ওপর ৩% ছাড়,পাঁচ বছরের নীচে দুটো বাচ্চার থাকা ফ্রি, ফ্রি ওয়াইফাই এবং ফ্লেক্সিবেল ক্যান্সেলেশন পলিসি। দিন প্রতি এখানে রুমের ভাড়া ৬৫০০ টাকা থেকে শুরু।