শেষ আপডেট: 16th June 2023 12:01
মায়েদের যেমন কোনও বিশেষ দিন হতে পারে না বাবাদের ক্ষেত্রেও তাই। তবুও সমগ্র বিশ্বব্যাপী এ বছরে ১৮ জুন পিতৃ দিবস হিসেবে পালিত হবে। বাবাকে শ্রদ্ধায় ভালবাসায় ভরিয়ে দিতে পাঁচতারা হোটেল থেকে বিভিন্ন রেস্তোরাঁয় এদিন এলাহি আয়োজন করা হয়েছে। কোথায় কি ধরনের স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে তার হদিশ রইল। খবরে চৈতালি দত্ত।
জেডব্লু ম্যারিয়ট
এদিন জেডব্লু কিচেনে হায়দ্রাবাদি মটন দম বিরিয়ানি / মালয়েশিয়ান স্পাইসড ব্রেসড পর্ক বেলি উইথ পকচয় অ্যান্ড পোটাটো, হাঙ্গারিয়ান লাম্ব স্টিউ, দ্য ব্ল্যাক ফরেস্ট, টিরামিসু, দ্য হ্যাজেলনাট ইত্যাদি খাবার যা বুফেতে পাওয়া যাবে।
খরচ : কর সমেত ২৭৫০ টাকা (১জন, বিয়ার সফট বেভারেজ)।
যোগাযোগ : +৯১৭০৪৪৪৪০৭১১।
ফেয়ার ফিল্ড বাই ম্যারিয়ট কলকাতা
এঁদের অল ডে ডাইনিং রেস্তোরাঁ কাভাতে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। বুফেতে পনির নুরানি রোল, কলকাতা চিকেন বিরিয়ানি, লাম্ব শিকামপুরি কাবাব, কুং পাও চিকেন, লেমন গ্রাস পান্না কোটা, শাহী টুকরা, রসগোল্লা ইত্যাদি ছাড়াও রয়েছে আরও মোহনীয় পদ।
খরচ: কমপক্ষে ১৫৯৯ টাকা+কর (১জন,বুফে ,সফট বেভারেজ)
যোগাযোগ: +৯১ ৭৬০৫০৮৬৮১৮।
দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট
এঁদের সিজনাল টেস্টেস এর বুফে মেনুতে রয়েছে লাইভ বারবিকিউ গ্রিলস স্টেশন, আওয়াধি অ্যাকশন স্টেশন, বাও স্টেশন, কলকাতা চাট স্টেশন, কষা মাংস, মুর্গ বিরিয়ানি, ছানার কোফতা, এশিয়ান ওক, বেকড সন্দেশ, মিষ্টি দই, লাড্ডু, রেড ভেলভেট কেক, চকোলেট ট্রাফেল কেক ইত্যাদি।
খরচ: ১৯৯৯ + কর (১জন)।
যোগাযোগ: +৯১ ৯০৭৩৩২৩২৯০।
তাজ বেঙ্গল
এঁদের ক্যাল ২৭-এ স্পেশাল বুফে থাকবে। এছাড়াও দ্য জাংশন, স্যুক ভেনুতে ফাদার্স ডে উপলক্ষে স্পেশাল অফার এবং ডিশ রয়েছে। লা পাটিসেরি ভেনুতে এদিন বাবাকে উপহার দেওয়ার জন্য থাকবে স্পেশাল কিউরেটেড গিফট হ্যাম্পার ছাড়াও গ্রাব এবং বাস্কেট পিকনিক।
খরচ : ৩০০০ টাকা + কর (১জন)।
যোগাযোগ : ৯৮৩১৩ ৩৯৫৭৬।
আউধ ১৫৯০
এই রেস্তোরাঁয় এদিন স্টার্টারে স্পেশাল আইটেম মুর্গ ইরানি কাবাব, মটন গালাউটি কাবাব, পনির সুগন্ধি কাবাব ইত্যাদি ছাড়াও মেনকোর্সে রয়েছে পিস পোলাও, সুগন্ধি মুর্গ বিরিয়ানি, কিমা বিরিয়ানি ইত্যাদি। এছাড়াও আরও মুখরোচক পদ পাওয়া যাবে। উল্লেখিত খাবার এঁদের সমস্ত আউটলেটে এদিন মিলবে।
যোগাযোগ: ৯০৭৩৩৫৪৮৭৫।
চ্যাপ্টার টু
রেট্রো ডাইনিং এই রেস্তোরাঁয় এখানে খাঁটি কন্টিনেন্টাল এবং ইউরোপিয়ান ডিশ পাওয়া যায়। রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা। স্প্যাগেটি ইন টোমাটো সস, ডেভিলড ক্র্যাব, প্রন অন টোস্ট, পর্ক ভিন্দালু, ব্রেসড অক্টোপাস উইথ রেড ওয়াইন সস ইত্যাদি ছাড়াও রয়েছে আরও অনেক কিছু।
খরচ: ১৫০০ টাকা +কর (২ জন)।
যোগাযোগ: ৭০০৩৪৫৩৭১৭।
চাওম্যান
যাঁরা খাঁটি চাইনিজ খাবার খেতে পছন্দ করেন অনায়াসে বাবাকে নিয়ে এই রেস্তোরাঁয় এদিন আসতে পারেন। এদিন স্পেশাল কিউরেটেড করা ভেজ এবং ননভেজ দু’রকমেরই কম্বো চাইনিজ মিল ছাড়াও রয়েছে বিশেষ অফার। স্পেশাল আইটেমে মিলবে ভেজ মোমো, চিকেন মোমো, মিক্সড ভেজিটেবলস ইন কুং পাও সস, মাঞ্চুরিয়ান, ফ্রায়েড রাইস, নুডুলস ইত্যাদি। এদিন রেস্তোরাঁয় এবং ডেলিভারির ক্ষেত্রে মোট বিলের ওপর আপটু ২৫০ টাকা ছাড় মিলবে। এই অফার কলকাতা,ব্যাঙ্গালুর, দিল্লির প্রতিটি আউটলেটে প্রযোজ্য।
ননভেজ কম্বোর খরচ: ১১৯৯ টাকা+কর(২জন)
ভেজ কম্বোর খরচ: ৯৯৯ টাকা + কর (২জন)।
যোগাযোগ: ১৮০০৮৯০২১৫০।
হোয়াটস আপ ক্যাফে
এদিন কিউরেট করা স্পেশাল লোভনীয় ডিশের আয়োজন এই রেস্তোরাঁয় করা হয়েছে। রসনাকে উপভোগ্য করে তুলতে রয়েছে লাইভ পারফরমেন্সের আয়োজন। স্পেশাল ডিশ প্রন থারমিডর, মারগারিটা পিৎজা অ্যান্ড মিক্সড চিকেন লাসাগনা, গ্রিল্ড ভেটকি উইথ লেমন বাটার সস ইত্যাদি। এছাড়াও এখানে মিলবে সিগনেচার ককটেল, মকটেল এবং সামার স্পেশাল ফ্রেশ ককটেল।
খরচ : ১৫০০ টাকা+কর (২ জন, লিকার ছাড়া)।
যোগাযোগ: ৯৭৩৫৬৯৭৫০৮।
কলকাতার মাঝে দার্জিলিঙের ছোঁয়া, সঙ্গে নানান স্বাদের চা আর কন্টিনেন্টাল খাবার