শেষ আপডেট: 11th June 2024 16:46
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হাজি নুরুলের সমর্থনে পথে নামলেন পুরোহিতরা। শনিবার ভোট। আজই বিকেলেই শেষ হচ্ছে প্রচারের সময়সীমা।
বৃহস্পতিবার সকালে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্তর নেতৃত্বে মিছিল করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের বসিরহাট শাখার পুরোহিতরা। শহর বসিরহাটের মার্টিন বার্ণ রোড সংলগ্ন কাছারিপাড়া, বার্মা কলোনি ও ষষ্ঠী বটতলা সহ একাধিক এলাকায় এই মিছিল ঘিরে সাড়া পড়ে যায়। একে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিসেবেও দেখছেন অনেকে।
মিছিলের উদ্যোক্তা তৃণমূল শ্রমিক নেতা কৌশিক দত্ত বলেন, "গত দশ বছর ধরেই এই পুরোহিতরা আমাদের সঙ্গে রয়েছেন। বিভাজনের রাজনীতি দেখা যাচ্ছে সর্বত্র। কিন্তু এই সনাতনীরা কখনও বিভাজনের কথা বলেন না। আমরা কৃতজ্ঞ সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিতদের কাছে। শেষ লগ্নের প্রচারে যেভাবে তারা সম্প্রীতির নজির গড়লেন তা অভাবনীয়।"
অন্যদিকে ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিত দীনেশ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যের প্রায় সাত থেকে আট হাজার পুরোহিত মমতা ব্যানার্জির প্রকল্পে উপকৃত হয়েছেন। পাশাপাশি বিগত বাম আমলে আমরা যা পাইনি আজকে সমস্ত সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। তাই আজকে আমরা বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে পথে নেমেছি।"
প্রথম থেকেই এবার বসিরহাট কেন্দ্রে তৃণমূল কাকে প্রার্থী করবেন তা নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত অবশ্য তৃণমূল নেত্রী ভরসা রাখেন হাজি নুরুল ইসলামের উপরেই। ২০০৯ থেকে ২০১৪ বসিরহাটের তৃণমূল সাংসদ ছিলেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় এবার তেমনভাবে প্রচার করতে পারেননি। তবে দলের কর্মী সমর্থকরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন সাধ্যমতো।