শেষ আপডেট: 19th July 2024 13:28
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পিস্তল হাতে ছাত্রনেতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ব্যারকপুরে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ওই ছাত্রনেতার নাম শুভাশিস চক্রবর্তী। নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার তিনি। তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শুভাশিস হাতে একটি দেশি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র নিয়ে পোজ দিয়েছেন। এই পোস্ট ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে। শুভাশিসের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে ঘাঁটলে দেখা যায়, শাসকদলে একাধিক নেতার সঙ্গে তাঁর ছবি রয়েছে।
এই ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্ব। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, "তৃণমূল ছাত্র পরিষদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবেই, এটাই তো স্বাভাবিক। কলেজে স্কুলে পড়াশোনা হয় নাকি। মিল ডে মিলে দুর্নীতি হয়েছে। যত ছাত্র আছে, তার চেয়ে বেশি মিল ডে মিল খাওয়ানো হচ্ছে।"
ভাটপাড়া শহরে এক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষে দাবি, "যদি কোনও দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে। তার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। আইন আইনের পথে চলবে।"