শেষ আপডেট: 19th August 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো,হুগলি: রাস্তা সারানো হচ্ছে না। সরকারি দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধর্নায় বসার হুমকি দিলেন শাসক দলের বিধায়ক। বিজেপির কটাক্ষ হাস্যকর প্রশাসন চলছে।
হুগলি জেলা সদর শহর চুঁচুড়ায় শুধু অলিগলির রাস্তাই নয়, বড় রাস্তাগুলোও ভাঙাচোরা। দুর্ঘটনা ঘটছে নিত্যদিন।এলাকার বাসিন্দারা অভিযোগ করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। বিধায়ক কথা বলেন পূর্ত দফতরের সঙ্গে।
এরপরেই রাস্তায় পাথর পড়ে। রোলার আনা হয়। কাজও শুরু হয়।একদিন কাজ করার পর আবার বন্ধ হয়ে যায় কাজ।
স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে সোমবার তোলাফটকে যান বিধায়ক। রাস্তা সারাইয়ের দাবিতে অবস্থানে বসবেন বলে স্থির করেন। বিধায়ক বলেন,"অত্যন্ত নিম্নমানের কাজ করছে। রাস্তায় জল জমে যাচ্ছে। পূর্ত দফতর-কেএমডিএ কারও কথা শোনে না। তোলাফটক থেকে সাঁকো মোড়, প্রায় ছশো মিটার রাস্তা বেহাল রয়েছে। প্রচুর মানুষ যাতায়াত করেন। পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে বলেছেন কাজ শুরু করবে। সহ্যের বাইরে চলে যাচ্ছে।"
এখানেই না থেমে তিনি বলেন, 'আমাদের সরকার, কিন্তু আমিই বলছি পূর্ত দফতর ও কেএমডিএ এরা কোনও কথা শোনে না। নিজেদের মর্জি মাফিক চলে। ওরা যদি নিজেদের মর্জিমাফিক চলে আমিও মানুষের মর্জিতে চলব। মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, ওদের দোয়ায় জিতিনি। গত শুক্রবারে আল্টিমেটাম দিয়েছিলাম। ওরা কাজ শুরু করে আবার পালিয়ে গেছে।এজেন্সির সঙ্গে অফিসারদের কিসের সম্পর্ক! তারা কাজ না করলে বের করে দাও। ব্ল্যাক লিস্টেড করে দাও।ব্ল্যাকলিস্টেড হচ্ছে না মানে, অফিসারদের সঙ্গে গড়াপেটা আছে। কাজ শুরু না করলে লোকজন নিয়ে আমি রাস্তায় বসে পড়ব।"
স্থানীয় বাসিন্দা শ্যামল মাল বলেন, "যারা কাজ করছে তারা কিছু জানে না। চারবার জেসিবি দিয়ে রাস্তা খুঁড়ল। আমরা সব জায়গায় চিঠি দিয়েছি। খুব খারাপ কাজ করেছে। যেখানে সেখানে জল জমছে।"
বিধায়কের ধর্না মন্তব্যে কটাক্ষ করল বিজেপি। রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, "কেএমডিএ পূর্ত দফতর কাজ করছে না। কে বলছে? না, শাসক দলের বিধায়ক। আরজি করের ঘটনা নিয়ে যখন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তখন মুখ্যমন্ত্রী অভিযুক্তের ফাঁসির দাবিতে মিছিল করছেন। পশ্চিমবঙ্গে একটা হাস্যকর শাসন ব্যবস্থা চলছে।সরকারি দফতর কাজ করছে না বলে শাসক দলের বিধায়ক ধর্নায় বসবেন। এর থেকে হাস্যকর কি হতে পারে।"