শেষ আপডেট: 4th September 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: আরও চাপে লাভলি মৈত্র। আরজি কর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের অসম্মান ও ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগে এবার হাইকোর্টে মামলা দায়ের হল সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে।
সম্প্রতি জনসভায় লাভলির করা ‘বদলা’ মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। তারপরেই সোনারপুর দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক ব্যক্তি। বুধবার আদালতে মামলাটি উল্লেখ করেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য। তাঁর বক্তব্য, প্রকাশ্য জনসভায় যেভাবে লাভলি মৈত্র চিকিৎসকদের হুমকি দিয়েছেন, অসম্মান করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ জানাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এরপরেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা গ্রহণ করেন।
সোমবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে ‘বদলা নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক লাভলি। তিনি বলেন, “সিপিএমের সায়ন-সুজনরা ঘুরে বেড়ায়। তার একটাই কারণ। বদল হয়েছিল, বদলা হয়নি। আজ ২০২৪ দাঁড়িয়ে বলছি বদল তো দূর, বদল ২০১১ তে হয়েছিল। বদলা ২০২৪-এ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে সেই আঙুল কীভাবে নামাতে হয় আমরা জানি।”
লাভলির এই বক্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। একে আরজি কর কাণ্ডের পর উত্তপ্ত রাজ্য-রাজনীতি। লাগাতার আন্দোলনে চাপে শাসক দল। তারইমধ্যে লাভলির এমন মন্তব্যের পরে তাঁকে সতর্ক করে দল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তাঁকে সতর্কও করা হয়। এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয় সোনারপুর দক্ষিণের বিধায়ককে। অন্যদিকে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এবার হাইকোর্টেও মামলা দায়ের হল।