শেষ আপডেট: 19th August 2024 12:58
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের একটি ভাইরাল ভিডিওয় শোরগোল পড়ল। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বিধায়ক বলছেন, "আমরা ভাল করে জানি, এই সমস্ত লোকেরা একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে। তাই আমরা চুপ করে আছি। আর আমরা যদি অশান্তি করি, তাহলে তারা থাকবে কোথায়?"
সোমবার সকালে এই নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক খোকন দাস অবশ্য কিছু বলতে অস্বীকার করেন। জানা যায়, রবিবার সন্ধ্যায় বর্ধমান শহরের কার্জনগেটের সামনে সভা করেন তিনি। সেখানেই বিরোধীদের তিনি কার্যত হুঁশিয়ারি দেন। এর আগে উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহও একই সুরে হুঁশিয়ারি দেন।
খোকন দাসের ভিডিও ভাইরাল হতেই দানা বেঁধেছে বিতর্ক। বিজেপি নেতা অমিত মালব্য এক এক্স বার্তায় বিঁধেছেন খোকন দাস এবং তাঁর দলনেত্রীকে। বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায়ও এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন। তাঁর কথায়, "এই মন্তব্যে কার্যত সুশীল সমাজকে হুমকি দিয়েছেন বিধায়ক খোকন দাস। রাজ্যে গণজাগরণ ঘটে গেছে। ওরা ভয় পেয়েছেন। এছাড়া বিধায়ক নিজে অশিক্ষিত। এই কথার জন্য ক্ষমা না চাইলে এ নিয়েও পথে নামব আমরা।"
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, ''বিধায়কের কথার ভুল ব্যাখা করা হচ্ছে। উনি বিরোধীদের একাংশ যে অশান্তি পাকাতে চাইছেন সেই ঈঙ্গিত দেন। ওরা অশান্তি করলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? সেটাই হয়ত উনি বলতে চেয়েছেন। আর অমিত মালব্য যা বলবেন তার জবাব দিতে হবে নাকি?'' বিধায়ক খোকন দাসের এই মন্তব্য নিয়ে কোনও অভিযোগ জমা পড়েছে কিনা জানতে চাওয়া হলে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ কিছু বলতে অস্বীকার করেন।
শনিবার কোচবিহারের সাগরদিঘিতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, ‘‘এই ঘটনায় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যাঁরা সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যাঁরা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। না-হলে এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করবে।’’
কোচবিহারের সাগরদিঘিতে এই আক্রমণাত্মক মন্তব্যের জন্য মন্ত্রী উদয়ন গুহর পাশাপাশি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকেও নিশানা করেছেন অমিত মালব্য।