শেষ আপডেট: 16th July 2023 16:01
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে নদিয়া জেলা আর গোষ্ঠীকোন্দল যেন সমার্থক হয়ে গিয়েছে। একুশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করেছেন। এখন যেন তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। জেলাকে সাংগঠনিক ভাবে দু’ভাগ করেও ফল হয়নি।
রবিবার বিকেলে তেহট্ট শ্রীদাম চন্দ্র বালিকা বিদ্যালয়ে তৃণমূলের একটি সভার আয়োজন করা হয়েছিল। মূলত তা ছিল একুশের জুলাইয়ের প্রস্তুতি সভা। এই সভার আয়োজন নিয়েই তেহট্টের বিধায়ক তাপস সাহার (TMC MLA Tapas Saha) সঙ্গে নদিয়া জেলা বঙ্গ জননীর সভানেত্রী টিনা ভৌমিক (Tina Bhowmik) ও অন্যান্যদের তুমুল বচসা বাধে।
টিনা ভৌমিকের অভিযোগ করেছেন, বিধায়ক তাপস সাহা পঞ্চায়েত ভোটে জয়ী তৃণমূল প্রার্থীদের বদলে অন্যদের গুরুত্ব দিচ্ছেন। জয়ী প্রার্থীদের মঞ্চে জায়গা দেওয়া হচ্ছিল না। এতে কর্মীদের মনোবলে আঘাত লাগে। অনেকেই তা ভালভাবে নেননি।
কোন্দলের সূত্রপাত এ থেকেই। তার পর তা ক্রমশ ধুন্ধুমার আকার নেয়। দুই গোষ্ঠীর ঝগড়ায় এদিনের সভা পণ্ড হয়ে যায়।
তাপস সাহা অবশ্য পাল্টা অভিযোগ করে বলেছেন, ইচ্ছা করে অশান্তি পাকিয়েছেন টিনা। তাঁর বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগও এনেছেন তিনি। জানা গিয়েছে, দুই নেতা নেত্রীর অনুগামীরা পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
নদিয়ায় তাপস-টিনা দ্বৈরথ বহুদিন ধরেই চলছে। টিনা জেলা পরিষদের নির্বাচিত সদস্য। সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে একটি অডিও টেপ নিয়ে তাপসের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সঙ্গে একটি ভিডিও ফুটেজ সামনে এনে দাবি করেছিলেন, তাপস তাঁর সম্পর্কে অকথ্য অশালীন কথা বলছেন।
আবার তাপস পাল্টা দাবি করেছিলেন, “স্কুলের উন্নয়নের টাকা সরিয়ে ওই নেত্রী তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছেন।” টিনা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন বলেও অভিযোগ করেছিলেন তাপস।
কালীঘাট সূত্রে খবর, এমনিতে তাপসের উপর দলের রাজ্যনেতারা অনেকেই অসন্তুষ্ট। সম্প্রতি নিয়োগ দুর্নীতির অভিযোগের মুখে পড়ে প্রসঙ্গক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন তেহট্টের বিধায়ক। যা ভাল ভাবে নেয়নি দল।
তৃণমূলের এক রাজ্য নেতার কথায়, জেলায় দলের যা সাংগঠনিক শক্তি রয়েছে তাতে সেখানে বিরোধীরা দাঁত ফোটাতে পারার কথা নয়। স্রেফ নিজেদের মধ্যে ঝগড়া আর অশান্তি করে নদিয়ায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বহু আসনে হেরেছে দল। লোকসভা ভোটের আগে এটা নিয়ন্ত্রণ করতে না পারলে বিপদ হতে পারে।
‘ঘোড়া কেনাবেচা!’ সুকান্তর হুঁশিয়ারির জবাবে বিজেপির ‘অশুভ অ্যাজেন্ডা’ তুলে ধরল তৃণমূল