শেষ আপডেট: 21st July 2024 12:42
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলার শহিদ মঞ্চ থেকে বাম সন্ত্রাসের প্রসঙ্গ টেনে আনলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ বলেন, তৃণমূল শুধু মিটিং মিছিল করে সিপিএমকে বাংলা থেকে দূর করেনি। অনেক রক্ত, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাকে সিপিএম মুক্ত করেছে। তাই এই দল কারও কাছে বিলাসের জিনিস নয়, যাঁরা অন্যায়ের বিরুদ্ধে তাঁদের জন্য তৃণমূল।
এরপরই বাম সন্ত্রাসের প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম বলেন, "সিপিএমের গুন্ডারা হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটিয়ে দিয়েছিল। আঘাতটা আর এক সেন্টিমিটার হলে তিনি আজ আমাদের মধ্যে থাকতেন না। গার্ডেনরিচেও মমতা বন্দ্যোপাধ্যায়কতে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। একজন হাত বাড়িয়ে দিয়েছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। নন্দীগ্রামে মমতাকে গুলি করে মারার ষড়যন্ত্র হয়েছে।"
এদিন ঘড়ির কাঁটায় ঠিক বেলা ১২টায় শুরু হয় তৃণমূলের ঐতিহাসিক শহিদ সমাবেশ। ফিরহাদের আগে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ২১ জুলাইয়ের ইতিহাস তুলে ধরে বলেন, "সচিত্র পরিচয়পত্রের দাবিতে ১৯৯৩ সালের ১৪ জুলাই মহাকারণ অভিযানের কথা ছিল। কিন্তু নুরুল হাসান প্রয়াত হন ১২ জুলাই। তাই অভিযানের সময় পিছিয়ে ২১ জুলাই করা হয়।"
কোচবিহার-সহ উত্তরবঙ্গের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন কোচবিহারের সদ্য নির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন, ‘‘বিজেপি শুধু ভোটের সময় এসে বড় বড় কথা বলে কাজ করে না। এবারে কোচবিহারের মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন। আগামীদিনে সারা উত্তরবঙ্গও কোচবিহারের দেখানো পথে হাঁটবে।"