শেষ আপডেট: 21st July 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: একুশের মঞ্চ থেকে দলের শৃঙ্খলাকে আরও সুষ্ঠভাবে রূপায়ণের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
বললেন, "আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আরও বেশি করে মানুষের কাজ করতে হবে। আরও বেশি বিনয়ী হতে হবে। আরও বেশি শৃঙ্খলাপরায়ণ হতে হবে। কারণ, বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে জেতায়নি। জিতিয়েছে তৃণমূলকে। তাই তৃণমূল কর্মীদের দায়িত্বও আরও বেশি করে পালন করতে হবে।"
যারা দলে থেকে দলের প্রতি দায়িত্ববান নন, তাঁদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হবে, এদিন সেটাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, আমাদের ২৬ এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নিজের কথা ভাবলে চলবে না, কর্মীদের কথা ভাবতে হবে। আপনি যত বড় নেতা হোন না কেন আপনার এলাকায় দল ভাল ফল না করলে দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
অভিষেক বলেন, "দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বলে যাচ্ছি, যে সব এলাকায় নেতৃত্বর গাফিলতিতে তৃণমূলের খারাপ ফল হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সে তিনি পঞ্চায়েত প্রধান হোক কিংবা পুরসভার কাউন্সিলর, কাউকে রেয়াত করা হবে না।" একই সঙ্গে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় বিপুল জয়ের জন্য তৃণমূলের প্রত্যেক কর্মীকে ধন্যবাদ জানান অভিষেক।
লোকসভা ভোটের পর সাময়িক বিরতি নিয়েছিলেন অভিষেক। অনেকেই মনে করেছিলেন, চোখের চিকিৎসার জন্য অভিষেক বিরতি নিয়েছেন। এদিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, "এই এক-দেড়মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। তার কারণ, আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা তিন মাসের মধ্যে দেখতে পাবেন।"
গতবারের ২১ জুলাইয়ে কী বলেছিলেন তা মনে করিয়ে অভিষেক বলেন, "বলেছিলাম, লোকসভা ভোটে মানুষের শক্তি কী দেখাব। ২৪ এর ভোটে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেখিয়েছি। ২০১৫ সালে অমিত শাহ-রা এই ধর্মতলায় 'ভাগ মমতা ভাগ বলেছিল', আজ বাংলার প্রতিটি এলাকা থেকে মানুষ বিজেপিকে ঝাঁটিয়ে মোদীকে উচিত শিক্ষা দিয়েছে।"়
টেনে এনেছেন সন্দেশখালির প্রসঙ্গও। অভিষেকের কথায়, "যে গঙ্গাধর কয়ালকে দিয়ে তৃণমূলের নামে মিথ্যে কুৎসা করেছিল বিজেপি, সেই গঙ্গাধরই বলছে, ভোটের দিনে প্রতি বুথে বিজেপির মদ খরচ পাঁচ হাজার টাকা!"