শেষ আপডেট: 21st July 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: আজ ২১ জুলাই, ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী-সমর্থকেরা আসতে শুরু করেন। রবিবার ধর্মতলা চত্বরে শুধুই কালো মাথার ভিড়। আর সভা শুরুর আগে রয়েছে জমজমাট ভোজের আয়োজনও।
তৃণমূলের এই সমাবেশে প্রতিবারই খাবারের মেনুতে থাকে ঝুরঝুরে সাদা ভাত, ডিমের ঝোল। বিরোধীদের কথায় ‘ডিম্ভাত’। কিন্তু এবার সেই মেনুতেই এসেছে বদল। একুশের চিরাচরিত দুপুরের মেনুতে রয়েছে, ভাত, ডাল, পাঁচমেশালি তরকারি, মাংস। কোথাও কোথাও আবার থাকছে বাঙালির প্ৰিয় মাছও। ভরপেট খেয়ে ঘাসফুল শিবিরের নেতারা রওনা দিচ্ছেন সভাস্থলের দিকে।
এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দেখা যায় তৃণমূল কর্মীরা মাংস রান্নার যাবতীয় আয়োজন করছেন। যতীন্দ্র মোহন অ্যাভিনিউয়ের এক পাশে মাটিতে চাদর পেতে কেউ কাটছেন পেঁয়াজ, কেউ টমেটো, কেউ বা কড়াইতে তেল ঢেলেছেন। আগেই মশলা মাখিয়ে রাখা রয়েছে মাংস। মাংসভাত খেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মঞ্চে ওঠার আগেই পৌঁছে যাবেন তাঁরা।
কেউ এসেছেন বাকুঁড়া থেকে, কেউ বা সাগরদিঘি। মাঝে খানিকটা জিরিয়ে নিয়ে একুশের মঞ্চে যাবেন তৃণমূলের নেতা কর্মীরা। আর তাঁরই মাঝে পেটপুজো। সভাস্থলে পৌঁছনোর আগে রাস্তার ধারেই চাদর পেতে গ্যাস স্টোভ নিয়ে চলছে রান্নার আয়োজন। শুধু ভাত মুরগির মাংসই নয়, শেষ পাতে মেনুতে থাকতে চাটনিও।
তৃণমূলের শহিদ সমাবেশকে ঘিরে প্রতিবারই ২১ জুলাইয়ে ধর্মতলায় তিল ধারণের জায়গা থাকে না। তবে অতীতের সব রেকর্ড এবারের সমাবেশ ভেঙে দেবে বলেই মনে করছেন নেতৃত্ব। তাঁদের কথায়, ২১ জুলাইয়ের এটাই বিশেষত্ব। প্রতিবারেই আগের রেকর্ড ভেঙে দেয় জনতা।
লোকসভা ভোট এবং বিধানসভা উপ নির্বাচনের পর শাসকদলের এই প্রথম বড় কোনও সমাবেশ। স্বাভাবিকভাবে, এবারের ২১ জুলাই সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ। সকাল থেকেই দলে দলে মানুষ আসছেন সমাবেশে। বৃষ্টিকে উপেক্ষা করেও বাড়ছে মানুষের ভিড। সকলেই কৌতূহলী, মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন।