শেষ আপডেট: 4th May 2023 11:34
দ্য ওয়াল ব্যুরো: মিছিলের জন্য অনুমতি চেয়ে অপেক্ষায় দিন কাটছিল। অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে সেই আবেদন গ্রাহ্য হল। ফুরফুরা শরীফ থেকে দু'দিন প্রায় ২০ কিলোমিটার পথ মিছিল করে যাওয়ার অনুমতি পেল টেট পাশ ট্রেন্ড নট ইনক্লুডেড (Primary TET 2014 not included) একতা মঞ্চের চাকরি প্রার্থীরা।
আগামী ৯ ও ১০ মে মিছিল করতে পারবেন টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড প্রার্থীরা। ফুরফুরা শরীফ থেকে শহিদ মিনার অবধি হবে লং মার্চ। ৯ তারিখ অর্থাৎ মঙ্গলবার ফুরফুরা শরীফ থেকে সকাল ১১টায় শুরু হবে পদযাত্রা। বড়গাছিয়া হয়ে প্রায় ২০ কিলোমিটার হাঁটার পর ডোমজুড়ে যাত্রা শেষ হবে। সেখানে একটি খেলার মাঠে রাত কাটাবেন চাকরি প্রার্থীরা। হাজার তিনেক চাকরি প্রার্থী এই মিছিলে সামিল হচ্ছেন বলে খবর।
পরদিন ১০ তারিখ আবার সকাল ৯টায় যাত্রা শুরু হবে। ডোমজুড় থেকে সলপ-হাওড়া ব্রিজ-বড়বাজার হয়ে ২১ কিলোমিটার পথ হাঁটবেন চাকরি প্রার্থীরা। বিকেল ৪টে নাগাদ ধর্মতলার শহিদ মিনারে পৌঁছবে মিছিল।
এক আন্দোলনকারী বলেন, দীর্ঘ ১৮ মাস ধরে আমাদের আন্দোলন চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিলেন প্রাইমারি টেট পাশ ট্রেন্ড ২০ হাজার প্রার্থী রয়েছে যাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। আন্দোলনকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ২০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। সেখানে আরটিআই করে দেখা গিয়েছে ১৬ হাজারও নিয়োগ হয়নি। মানিক ভট্টাচার্য চুরি করে অনেক অযোগ্যকে চাকরি দিয়েছেন। আর আমরা যোগ্য হয়ে কেন চাকরি পাব না!
মমতা লিউকোপ্লাস্ট কিনে দেবেন দুই বিধায়ককে, ওঁরা বড্ড কথা বলেন
এর আগে প্রাইমারি টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড প্রার্থীরা সল্টলেকে তুমুল বিক্ষোভ করেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে যাওয়ার চেষ্টা করলে তাদের পুলিশ বাধা দেয়। তখন করুণাময়ীতেই বসে পড়েছিলেন তাঁরা। অনেকে অসুস্থও হয়েছিলেন। তাঁদের দাবি ছিল, সরকার যদি কথা না শোনে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।