শেষ আপডেট: 8th September 2023 14:39
দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালের টেট নিয়োগের (TET 2014) এক মামলায় অ্যাপটিটিউড টেস্টের (Aptitude Test) ভিডিও চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। শুক্রবার এজলাসে সেই ভিডিওগ্রাফি পেন ড্রাইভে করে জমা দেওয়া হয়। কিন্তু সেই ভিডিও দেখে সন্তুষ্ট হতে পারলেন না বিচারপতি। তিনি বলেন, মামলাকারীর সামনে ফের ভিডিও দেখব!
আমনা পারভিন নামে এক চাকরিপ্রার্থী আদালতে মামলা করেছিলেন। তিনি ২০১৪ সালের টেট প্রার্থী ছিলেন। কিন্তু পরীক্ষার ফল বের হতে দেখা যায়, তিনি পাশ করেননি। তারপরই আরটিআই করেন আমনা। জানা যায়, ৬টি প্রশ্ন ভুল ছিল ২০১৪ সালের টেটে। এই নিয়ে পৃথক মামলা হয়েছিল হাইকোর্টে (Calcutta High Court)। আদালতের নির্দেশেই ভুল প্রশ্নের জন্য নম্বর দেয় পর্ষদ। তারফলে পাশ করেন আমনা। কিন্তু চাকরি পাননি। সেই অভিযোগ তুলেই হাইকোর্টে মামলা করেন তিনি।
সেই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, আমনা পারভিনকে ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার আওতায় এনে ফের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে। পুরো প্রক্রিয়াই ভিডিওগ্রাফি করার কথাও বলেন বিচারপতি।
সেই নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে পারেননি আমনা, পর্ষদ আদালতে এমনই জানায়। কিন্তু তা মানতে চাননি আমনা পারভিন। ফের আদালতের দ্বারস্থ হন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়, ওই অ্যাপটিটিউড টেস্টের ভিডিও দেখতে চান।
এদিন ভিডিও দেখার পর বিচারপতির তাঁর পর্যবেক্ষণে বলেন, প্রচুর আওয়াজের কারণে কি প্রশ্ন বা উত্তর কোনওটাই বোঝা যায়নি। প্রশ্ন যা দেওয়া হয়েছে কেন সেগুলি দেওয়া হয়েছে সেটাও স্পষ্ট নয়। মামলাকারী কী লিখলেন সেটাও অস্পষ্ট। বিচারপতি মামলাকারীকে আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর ২টোয় আদালতে আসার নির্দেশ দেন। তাঁর সামনেই ভিডিও দেখা হবে বলে জানান বিচারপতি।
আরও পড়ুন: খুনের খবর করে 'ঘরছাড়া' সাংবাদিক! থানার আইসিকে আদালতে তলব, নিরাপত্তা সুনিশ্চিতের নির্দেশ