শেষ আপডেট: 29th July 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালের টেটের শংসাপত্র নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, শংসাপত্র পাবেন পরীক্ষার্থীরা এবং তা তাঁদের দিতে হবে আগামী তিন সপ্তাহের মধ্যে। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সিবিআইকে এই নিয়ে নির্দেশ দিয়েছে আদালত।
পরীক্ষার্থীদের একটি বড় অংশের অভিযোগ ছিল, ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁরা শংসাপত্র পাননি। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। দাবি করা হয়েছিল, পর্ষদ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর নিজেদের দ্বন্দ্বে সেই শংসাপত্র পাওয়া থেকে তাঁরা বঞ্চিত হয়েছে। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, অবিলম্বে আবেদনকারীদের শংসাপত্র দিতে হবে।
বিচারপতি সিনহা জানিয়েছেন, সিবিআই প্রাথমিক শিক্ষা পর্ষদকে ১ সপ্তাহের মধ্যে ওই শংসাপত্র দেবে। তারপর পর্ষদ আগামী ২ সপ্তাহের মধ্যে সেগুলি আবেদনকারীদের ফিরিয়ে দেবে। যদিও এই শংসাপত্র তারাই পাবেন যারা আদালতে মামলা করেছিলেন। সকলে নয়। যদিও মনে করা হচ্ছে, হাইকোর্টের এই নির্দেশের পর ভবিষ্যতে ২০১৪ সালের টেটের অন্তত ১ লক্ষ পরীক্ষার্থী এই শংসাপত্র পেতে পারেন।
এই সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার বিচারপতি বলেন, যারা পাশ করেছে তাদের তথ্য নেই বোর্ডের কাছে। কে আসল পরীক্ষার্থী সেটা বোর্ড জানবে কী করে, প্রশ্ন তোলেন তিনি। তারপরই সিবিআইকে শংসাপত্র শিক্ষা পর্ষদকে দেওয়ার নির্দেশ দেন অমৃতা সিনহা। আসলে বোর্ডের অভিযোগ ছিল, সিবিআই-এর হাতে তথ্য থাকায় শংসাপত্র দেওয়া সম্ভব হয়নি।