শেষ আপডেট: 15th May 2023 08:05
দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষক-শিক্ষিকার (Primary Teachers)। কিন্তু সোমবার জানা গেল, সেই সংখ্যাটা ৩৬ হাজার নয়, ২৭ হাজারের কিছু বেশি হবে। টাইপোগ্রাফিক্যাল ভুলের জন্য এমন সংখ্যা বিভ্রাট হয়েছে। তাই সেই রায় সংশোধনের জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই আবেদন জানান মামলাকারীর পক্ষের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
২০১৪ সালে যে টেট (TET 2014) হয়েছিল তার ভিত্তিতে ২০১৬ সালে প্রথম ধাপে নিয়োগ করা হয়। সেই সময় ৪২ হাজার ৫০০ জনের প্যানেল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্যানেলে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে অনেকেই নাকি বেনিয়মে চাকরি পেয়েছেন। এমন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়।
শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই মামলার শুনানিতে , একসঙ্গে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। তিনি তাঁর নির্দেশে বলেন, ৩৬ হাজার শিক্ষক-শিক্ষিকাকে নিয়ম মেনে চাকরি দেওয়া হয়নি। অপ্রশিক্ষণরতদের (ডিএলএড ডিগ্রি নেই) চাকরি দেওয়া হয়েছে। তাই সেই চাকরি বাতিল করা হচ্ছে। আগামী ৪ মাস তাঁরা চাকরি করবেন, তবে পার্শ্বশিক্ষকের মতো বেতন পাবেন। আর এই সময়ের মধ্যে শূন্যপদে নতুন নিয়োগ করতে হবে পর্ষদকে।
সোমবার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে জানান, একটা টাইপে ভুল হয়েছে। ৩৬ হাজার নয়, ২৭ হাজার ৪১৫ জনের চাকরি বাতিল হবে। কারণ যে সাড়ে ৪২ হাজার জনকে নিয়োগ করা হয়েছিল, তাঁদের মধ্যে ১২,৪৪৩ জন প্রশিক্ষিত প্রার্থী ছিলেন। আর প্রশিক্ষণহীন ছিল ৩০,১৮৫ জন। তাঁদের মধ্যে প্রশিক্ষণহীন প্যারাটিচার ছিলেন ২৭৭০ জন। তাই চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকার সংখ্যা হবে ২৭ হাজার ৪১৫। লেখায় ভুল ছিল। মঙ্গলবারই আইনজীবী তরুণজ্যোতির আবেদন শোনা হতে পারে।
ইতিমধ্যেই এই ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা করেছে পর্ষদ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতির সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অনুমতি দেয়। জরুরি ভিত্তিতে এই মামলা শোনার আর্জি জানানো হয়েছে। মামলাকারীদের অভিযোগ, চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার আগে ৩৬ হাজার শিক্ষকের বক্তব্য শোনা হয়নি। সূত্রের খবর, আগামীকাল এই মামলার শুনানি হতে পারে।
মমতার পাড়ায় সন্ধেবেলা হ্যারিকেন হাতে মিছিল করবেন গ্রুপ ডি-র ‘বঞ্চিত’রা, অনুমতি হাইকোর্টের