শেষ আপডেট: 23rd March 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাত সকালে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। প্রায় ৭১ ঘণ্টা পর শনিবার ভোরে স্বরূপের বাড়ি থেকে বের হন তদন্তকারীরা। আর ‘রাজনৈতিক প্রতিহিংসা’র কারণেই আয়কর বিভাগের আধিকারিকেরা তল্লাশি চালাতে এসেছিলেন, এমনটাই দাবি করলেন স্বরূপ বিশ্বাস। তবে তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন বলে জানালেন মন্ত্রীর ভাই।
নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে টানা ৬৫ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারপর তাঁকে গ্রেফতার করেছিল ইডি। আর জীবনকৃষ্ণ সাহার সেই রেকর্ড ভেঙে দিলেন অরূপ বিশ্বাসের ভাই! ৭১ ঘণ্টার তল্লাশির পর শনিবার ভোর পৌনে ৫টা নাগাদ তদন্তকারীরা স্বরূপের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান।
স্বরূপের কথায়, কী কারণে তল্লাশি করা হল সেই বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি। যা যা দেখতে চেয়েছেন অফিসাররা সবেতেই তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা সহযোগিতা করেছেন। একইসঙ্গে মন্ত্রীর ভাইয়ের দাবি, "আমার বাড়ি থেকে কোনও নগদ, গয়না বা কাগজপত্র কিছু বাজেয়াপ্ত করেনি আইটি টিম। ওঁরা যে ব্রিফকেস নিয়ে এসেছিলেন, সেটা নিয়েই বেরিয়ে গিয়েছেন।"
আয়কর দফতরের তল্লাশির পিছনে রাজনৈতিক অভিসন্ধিই দেখতে পাচ্ছেন স্বরূপ বিশ্বাস। তিনি কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। জুঁই বিশ্বাসের বক্তব্য, "রাজনৈতিক প্রতিহিংসা করতে গিয়েই এই তল্লাশি অভিযান। সারা দেশজুড়ে তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হয়েছে। যাতে বিরোধীদের ভয় পাইয়ে দেওয়া যায়।" মন্ত্রীর ভ্রাতৃবধূর আরও দাবি, আয়কর দফতরের আধিকারিকেরা কিছু পাননি। যদিও তিনি আলাদা করে স্বরূপের সম্পত্তি নিয়ে কোনও কথা বলতে চাননি। তাঁর নিজের নামে থাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও গড়মিল নেই বলেই জানান তিনি।
বুধবার সকাল থেকেই শহরের নানা জায়গায় আয়কর হানা শুরু হয়েছিল। যার মধ্যে ছিল স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের কর্তারা। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই এই টানা তল্লাশি বলে সূত্রের খবর।
স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গেও কথা বলছেন আয়কর আধিকারিকরা। প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে, মন্ত্রীর ভাইয়ের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে বলেও সূত্র মারফৎ খবর পাওয়া গেছে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আয়কর দফতর।