শেষ আপডেট: 30th June 2024 08:00
দ্য ওয়াল ব্যুরো: একটা ক্যাচেই ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। সূর্যকুমার যাদব কি রোবট? তিনি কি সত্যিই রক্তমাংসের? সেই নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। তিনি ডেভিড মিলারের ক্যাচ যেভাবে বাউন্ডারি লাইনের সামনে থেকে ধরলেন, তাতে তিনি অলিখিত ম্যাচের সেরা হয়ে থাকবে আসমুদ্র হিমাচলের কাছে।
একটা ক্যাচই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে থাকল। তিনি সেরার সেরা। ওইসময় মিলারের শট চার কিংবা ছয় হয়ে গেলে ম্যাচের রং বদলে যেত। খেলা শেষে সকলের মুখে সূর্যর ওই ক্যাচের কথা। কোহলি থেকে শুরু করে রোহিত, কিংবা হার্দিকও বললেন ওই ক্যাচের কথা। এককথায় অলৌকিক ক্যাচ। যে ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে।
What A Catch By Suryakumar Yadav ????????
— Elvish Army (Fan Account) (@elvisharmy) June 29, 2024
Game changing catch ????❤️
Congratulations India ????????#INDvSA #T20WorldCup pic.twitter.com/2GGj4tgj7N
সূর্যকুমার যাদব এদিন ব্যাটিংয়ে কিছু করতে পারেননি। তিনি যে দলের অন্যতম সেরা ফিল্ডার, সেটি সকলের জানা। ভারতীয় দলের ফিল্ডিং কোচ দিলীপ সবসময় সূর্যের কথা বলে থাকেন। তিনি এদিন যেভাবে বলটিকে ফলো করে কার্যোদ্ধার করেছেন, সেই নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেলেছেন ইরফান পাঠান। তিনি জানিয়েছেন, এমন ফিটনেস দেখে আমাদের আনন্দ হয়, তৃপ্তি আসে। এই ম্যাচ সূর্যের ক্যাচের জন্য বিখ্যাত থেকে যাবে।