শেষ আপডেট: 19th March 2024 20:08
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে আচমকা অশান্তির আবহ। হার্দিক পান্ডিয়া দলের নেতা হওয়ার পর থেকেই একটা গুঞ্জন শোনা গিয়েছিল। হার্দিককে অধিনায়ক করার পরে দলের মধ্যে ভাঙন রেখা স্পষ্ঠ হয়েছিল। এবার সূর্যকুমার যাদবের সোশ্যাল সাইটে পোস্ট ঘিরে গুঞ্জন উঠেছে।
মুম্বই শিবিরের অন্যতম নামী তারকা সূর্যকুমার এমনিতেই চোটের কারণে অনিশ্চিত। তিনি যে পোস্টটি করেছেন, তাতে দেখা গিয়েছে, হৃদয় ভাঙার ইমোজি দিয়েছেন। সেই থেকেই অনেকেই মনে করছেন, হার্দিক দলের নেতা হওয়ার ঘটনায় তিনি মানতে পারেননি। ভারতীয় ক্রিকেটমহলের যাঁরা খবর রাখেন, জানেন রোহিতের সঙ্গে সূর্যর সম্পর্ক অত্যন্ত ভাল। তাই হার্দিক অধিনায়ক হওয়ার পরে শোনা গিয়েছিল, মুম্বই ছাড়তে পারেন স্কাই-ও (সূর্যকুমারের ডাকনাম)।
পাশাপাশি ক্রিকেটমহলের কারও মতে, সূর্যকুমার চোটের কারণে এবার আইপিএলের প্রথমার্ধের ম্যাচে নামতে পারবেন না। ইতিমধ্যেই দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূর্য মাঠে থাকলেও চোটের জন্য ছন্দে নেই। তাই তাঁর মন ভাল নেই, সেই জন্যই নাকি ইনস্টাগ্রামে হৃদয় ভাঙার ইমোজি দিয়েছেন।
সোমবারই রোহিত শর্মা মুম্বই শিবিরে যোগ দিয়েছেন। হার্দিকও বলেছেন, দলের আসল মাথা রোহিতই, ম্যাচে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর সঙ্গে আলোচনা করে নেওয়া হবে, এমনটাই বলেছেন হার্দিক।