শেষ আপডেট: 18th July 2024 20:32
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু টি ২০ দলের স্থায়ী অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকেই বেছে নেওয়া হল ভারতীয় বোর্ডের নির্বাচনী বৈঠকের মাধ্যমে।
আগেই ঠিক হয়ে যায়, ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা চেয়েছিলেন টি ২০ দলের দায়িত্ব সূর্যের হাতেই উঠুক। গম্ভীরের গুডবুকে যে হার্দিক নেই, সেটি পরিষ্কার হয়ে গেল শুরুতেই। শ্রীলঙ্কা সফরে টি ২০ দলের অধিনায়ক হলেন সূর্য।
পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ওয়ান ডে দলে রাখা হয়েছে। রোহিত বিশ্রাম চেয়েছিলেন, কিন্তু কোচ গম্ভীর ফোন করে রোহিতের সঙ্গে কথা বলার পরেই তিনি সিদ্ধান্ত বদলে শ্রীলঙ্কা সফরেই দলের দায়িত্ব নেবেন। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে।
আরও চমকপ্রদ বিষয়, ভারতীয় দলে রোহিতের ডেপুটি হিসেবে রাখা হয়েছে শুভমন গিলের নাম। তিনি আবার টি ২০ দলে সূর্যকুমারের ডেপুটি হিসেবে রয়েছেন। হার্দিককে যে গম্ভীর-রোহিত জুটি পরের অধিনায়ক হিসেবে ভাবছেন না, সেটি এই দল নির্বাচনী বৈঠকেই পরিষ্কার।
হার্দিক কিংবা রবীন্দ্র জাদেজা ভারতের ওয়ান ডে দলেও নেই। এমনকী ওয়ান ডে রাখা হয়নি সূর্যকুমার যাদবকেও। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি ২০ এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় দল। ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু টি ২০ সিরিজ়। ২৭, ২৮ এবং ৩০ জুলাই হবে সেই ম্যাচ। ওয়ান ডে শুরু ২ অগস্ট থেকে, শেষ ম্যাচ ৭ অগস্ট।
ভারতের টি ২০ দল: সূর্যকুমার যাদব (অধিঃ), শুভমন গিল (সহ-অধিঃ), যশস্বী জয়সোয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আমেদ ও মহম্মদ সিরাজ।
ওয়ান ডে দল: রোহিত শর্মা (অধিঃ), শুভমন গিল (সহ-অধিঃ), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আমেদ ও হর্ষিত রানা।