শেষ আপডেট: 18th July 2024 14:33
দ্য ওয়াল ব্যুরো: রাহুল দ্রাবিড় ভারতের কোচের পদ থেকে সরে যাওয়ার পরে নতুন একটা জল্পনা শোনা গিয়েছিল। বলা হচ্ছিল, আদৌ দলের নতুন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার জুটি কেমন হবে? সেটি প্রথমেই বুঝিয়ে দিলেন দু’জনেই।
রোহিত এই মুহূর্তে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন। তিনি চাননি চলতি মাসে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের হয়ে খেলতে। সেই কারণেই ছুটির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন হিটম্যান (রোহিতের ডাকনাম)। কিন্তু গম্ভীর এসেই দলের নেতাকে একপ্রকার অনুরোধ করেন, যাতে তিনি শ্রীলঙ্কা সফরেই দলের নেতৃত্ব দেন।
রোহিতকে আমেরিকাতেই ফোন করেছিলেন কোচ গম্ভীর। নয়া হেডস্যারের অনুরোধ প্রত্যাখ্যান করেননি রোহিত। তিনি রাজি হয়ে গিয়েছেন শ্রীলঙ্কা সফরে যাবেন বলে। রোহিত দলের সঙ্গে গেলেও ভারতের টি ২০ দলের অধিনায়ক কে হবেন, সেই নিয়েও নির্বাচকদের মধ্যে তুমুল আলোচনা চলছে।
রোহিত, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা সরে গিয়েছেন টি ২০ ক্রিকেট থেকে। সেক্ষেত্রে রোহিতের পরিবর্তে পাকাপাকিভাবে টি ২০ দলের নেতার দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। শেষমেশ যা খবর, তাতে হার্দিককে টপকে টি ২০ দলের অধিনায়ক করা হতে পারে সূর্যকুমার যাদবকে। এমনকী কোচ গম্ভীর ও অধিনায়ক রোহিত দু’জনেই টি ২০ দলের দায়িত্ব সূর্যকুমারকে দিতে চাইছেন বলে খবর। হার্দিকের বিষয়ে রোহিতের ভোট মেলেনি, তিনি বুঝিয়েছেন কী কারণে তিনি হার্দিকের পক্ষে নন। রোহিতের কথাতে সায় দেন কোচ গম্ভীরও। টি ২০ বিশ্বকাপে জয়ের পিছনে সূর্যর সেই দুরন্ত ক্যাচের কথাও উঠে এসেছে ভার্চুয়াল বৈঠকে।
সূর্যর সাম্প্রতিক একটি টুইট থেকে মনে করা হচ্ছে, তিনি যে টি ২০ দলের দায়িত্ব পেতে চলেছেন, সেটি পরিষ্কার। কারণ সূর্য একটি ইমোজি দিয়েছেন, তাতে ঈশ্বরের ছবির সঙ্গে একটি নমস্কারের চিহ্ন। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন, এই দায়িত্বের জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদজ্ঞাপন করতে চান। কী সেই দায়িত্ব, সেটি নির্বাচকদের টি ২০ দল বাছাই করলেন পরিষ্কার হয়ে যাবে।