শেষ আপডেট: 29th July 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: স্বস্তি নেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সোমবার আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট কেজরিকে অন্তর্বর্তী জামিন দিলেও সিবিআইয়ের মামলায় তিনি তিহার জেলেই রয়েছেন।
এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী ও অন্য কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। প্রসঙ্গত, আপের আহ্বায়ক কেজরিকে গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রয়েছে।
এর আগে রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করেছিল। এর মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারলে সম্ভবত এই মামলাতেও জামিন পেয়ে যেতে পারতেন মুখ্যমন্ত্রী। এই মামলাতেই এখনও জেল হেফাজতেই আছেন আপ নেতা মণীশ সিসোদিয়া এবং বিআরএস নেত্রী কে কবিতা।
এদিকে, কেজরিওয়ালকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাঁকে জেলে ভরে রাখা হয়েছে বলে ফের অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী সুনীতা। তাঁর অভিযোগ, দিল্লি ও পাঞ্জাবে অরবিন্দের উন্নয়নমূলক কাজ দেখে ঈর্ষান্বিত প্রধানমন্ত্রী মোদী। তাই কেজরিওয়ালের জনপ্রিয়তা তিনি সহ্য করতে পারছেন না। তাই ভোটের মুখে হরিয়ানার মানুষের কাছে এর প্রতিশোধ নেওয়ার আবেদন জানান সুনীতা।
আসন্ন বিধানসভা নির্বাচনে হরিয়ানায় আপ একাই লড়াই করছে। তার আগে প্রচারে এসে রবিবার সুনীতা কেজরিওয়াল বলেন, উনি যে কাজ করেছেন, তা দেশের কোনও প্রাচীন দল কিংবা বড় নেতা করতে পারেননি। তাই ওনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। হরিয়ানার উন্নয়নও উনিই করতে পারবেন, বলে স্লোগান তোলেন হরিয়ানা কা লাল কেজরিওয়াল।