শেষ আপডেট: 6th August 2018 12:50
দ্য ওয়াল ব্যুরো : আল জাজিরা টিভির সাক্ষাৎকারে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের হয়ে মুখ খুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলম। কয়েক ঘন্টার মধ্যেই তাঁর বাড়িতে হানা দিল ২০ জন সাদা পোশাকের পুলিশ। ৬৩ বছর বয়স্ক আলোকচিত্রীকে বন্দি করে ভোররাতে নিয়ে গেল থানায়। পুলিশ অফিসার মসিউর রহমান বলেছেন, শহিদুল বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন, ভুল তথ্য দিচ্ছিলেন। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি। কিন্তু তিনি যথাযথ উত্তর দিচ্ছেন না। তবে স্বীকার করেছেন, গণমাধ্যমে যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত। শহিদুল আলমের বিশিষ্ট বন্ধু তথা নারীঅধিকার কর্মী শিরিন হক বলেছেন, তাঁকে কী মামলা দেওয়া হবে বোঝা যাচ্ছে না। আমাদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। বিভিন্ন মানবাধিকার সংগঠন অবিলম্বে বর্ষীয়ান আলোকচিত্রীর মুক্তি দাবি করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওমর ওয়ারেছ বলেছেন, কেউ নিজের মত প্রকাশ করেছেন বলেই তাঁকে গ্রেফতার করা যায় না। বাংলাদেশে চলতি আন্দোলনে দমনপীড়ন বিপজনক জায়গায় পৌঁছেছে।