শেষ আপডেট: 3rd March 2023 07:54
দ্য ওয়াল ব্যুরো: সত্যজিৎ রায়ের পথের পাঁচালী (pother panchali) যে বিশ্বের দরবারে ভারতীয় চলচ্চিত্রের (film festival) উজ্জ্বলতম প্রতিনিধি এ কথা কে না জানে! অথচ এবার সেই পথের পাঁচালীর বিরুদ্ধেই উঠলও মহাভারতের দ্রৌপদীকে অবমাননার অভিযোগ! কীরকম? পথের পাঁচালীর ইংরেজি নামের মধ্যে দিয়ে নাকি দ্রৌপদীর পাঞ্চালী নামকে বিদ্রুপ করা হয়েছে! এমনই হাস্যকর অভিযোগ তুলে কটকের ব়্যাভেনশ কলেজে (Odisha Ravenshaw university) চলচ্চিত্র উৎসব রীতিমতো বন্ধ করে দিল গেরুয়া বাহিনী।
ঘটনার সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে। শতবর্ষ প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটি বিভাগে একটি তিনদিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করার পরিকল্পনা করা হয়। প্রাথমিক ভাবে ঠিক হয়, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, চারুলতা, অপুর সংসার, অপরাজিত, শতরঞ্জ কি খিলাড়ি-- এরকম কিছু ছবি দেখানো হবে তিনদিনের এই চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি গে ইন্ডিয়া ম্যাট্রিমনি এবং হাদ আনহাদ নামে আরও দু'টি তথ্যচিত্র দেখানোর কথা ছিল এই উৎসবে। তবে অনুষ্ঠান শুরুর আগেই দুই তথ্যচিত্রের পরিচালক দেবলীনা মজুমদার এবং শবনম ভিরমানিকে অনুষ্ঠানে যোগদান করতে বারণ করে দেওয়া হয়।
সংবাদমাধ্যমকে পরিচালক দেবলীনা মজুমদার এবং ফিল্ম সোসাইটির সভাপতি শুভা নায়েক দু'জনেই জানিয়েছেন, যে কর্তৃপক্ষের এই আচরণ একেবারেই অনভিপ্রেত। যে যে অভিযোগের ভিত্তিতে এই অনুষ্ঠান বন্ধ করা হল তাও বিস্ময়কর। গেরুয়া সমর্থক পড়ুয়াদের মতে, ‘চারুলতা’তে পারিবারিক অবৈধ যৌনতার ইঙ্গিত রয়েছে। তথ্যচিত্র ‘হাদ আনহাদ’ এবং ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’তে বিতর্কিত দৃশ্য থাকার অভিযোগ তুলেছে এই পড়ুয়ারা।
আজ, শুক্রবার সকাল দশটায় চলচ্চিত্র উৎসব শুরু হবার কথা ছিল। কিন্তু তার আগেই কর্তৃপক্ষ প্রেক্ষাগৃহ বন্ধ করে দেন। এরপর চলচ্চিত্র উৎসব আয়োজকরা উপাচার্যের কাছে গেলেও তিনি এই ঘটনার বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেননি। শেষ পাওয়া খবর অনুযায়ী চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির ছাত্ররা প্রেক্ষাগৃহের সামনেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।