শেষ আপডেট: 11th July 2024 23:25
দ্য ওয়াল ব্যুরো: পাঁচটি পদে চাকরির জন্য এক হাজারের বেশি পরীক্ষার্থী হাজির হয়েছিলেন। কে আগে ঢুকবে তা নিয়ে হোটেলে প্রবেশের মুখে ধাক্কাধাক্কির জেরে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। রেলিং ভেঙে নীচে পড়ে জখম হন একাধিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গুজরাতে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দৌলতে ঘটনাস্থলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতেই উঠে এসেছে এই ভয়ঙ্কর দৃশ্য।
জানা গেছে, একটি রাসায়নিক শিল্প সংস্থা তাঁদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আইটিআই সার্টিফিকেশনে শিফট ইনচার্জ, প্ল্যান্ট অপারেটর, সুপারভাইজার, মেকানিক্যাল ফিল্টার এবং এক্সিকিউটিভ পদের জন্য একজন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। বৃহস্পতিবার গুজরাতের অঙ্কলেশ্বরের একটি হোটেলে ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল সংস্থা। সেখানে চাকরির জন্য হাজির হয়েছিলেন বি.ই সহ বিভিন্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, সংস্থার তরফে কোনও সুষ্ঠু ব্যবস্থার আয়োজন করা হয়নি। সরু রেলিং দিয়ে হোটেলে প্রবেশের চেষ্টা করেন এক হাজারের বেশি পরীক্ষার্থী। যার জেরে পাশের রেলিং ভেঙে বেশ কয়েকজন নীচে পড়ে জখমও হন।
সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাসে এক স্বঘোষিত ধর্মগুরুর ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১২১ জন। তারই ছায়া এবার ধরা পড়ল একটি বেসরকারি সংস্থার চাকরির পরীক্ষাতে। ,তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।