শেষ আপডেট: 15th September 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো: শনিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরুর কাছে লজ্জার হারের রেশ ছুটির রবিবারেও অব্যাহত। সোশ্যাল মিডিয়ায় নিজেদের হতাশা জাহির করেছেন লাল-হলুদ সমর্থকরা। কেউ কেউ তো আবার লিখেছেন, 'ইস্টবেঙ্গল রয়েছে ইস্টবেঙ্গলেই। ইন্ডিয়ান সুপার লিগের মরশুম একের পর এক বদলে গেলেও, ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে কোনও বদল ঘটেনি।'
তবে এই হারকে নেগেটিভ ভাবে দেখতে নারাজ ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত। বরং হাল না ছাড়ার মানসিকতা নিয়ে কার্লস যা বলেছেন, তা ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের আগামীদিনে যথেষ্ঠ উৎসাহ জোগাতে পারে বলেও মনে করা হচ্ছে।
শনিবারের ম্য়াচে বেঙ্গালুরু এফসি-র কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল। সুনীল ছেত্রীর দলের তরুণ মিডফিল্ডার ভিনিথ ভেঙ্কটেশের ২৫ মিনিটের গোলই আইএসএল ২০২৪-২৫ অভিযানে বেঙ্গালুরু এফসি-র জয় নির্ধারণ করে দিয়েছে। কেন তার পর বার বার পাল্টা আক্রমণে গেলেও গোল করতে পারলেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা তা নিয়েও প্রশ্ন তুলছেন সমর্থকরা।
যার জবাবে সাংবাদিক বৈঠক থেকে ৯০ মিনিটের খেলার কার্যত পোস্টমর্টেম সামনে এনেছেন ইস্টবেঙ্গল কোচ কোচ কার্লস কুয়াদ্রাত। সংবাদিকদের তিনি জানান, ম্যাচে ইস্টবেঙ্গলের আটটি শটের মধ্যে দু’টি ছিল লক্ষ্যে। ২২টি ক্রস দেন মহেশ, নন্দকুমাররা। কুয়াদ্রাতের কথায়, "আমাদের ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত গোল করার জন্য লড়ে গেছেন। এমনকী প্রতিপক্ষের বক্সে অনেকবার হানাও দিয়েছে। তবে আমরা জিততে পারিনি। ফুটবলে এ রকম হয়েই থাকে। ভরসা রাখুন, আগামীদিনে ছেলেরা আরও ভাল পারফরম্যান্স করবে।"
ম্যাচের শেষ দিকে ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড়ও কমে গিয়েছিল। সেই প্রসঙ্গ মনে করিয়ে কুয়াদ্রাত এও বলেন, "তা সত্ত্বেও আমাদের ছেলেরা অনেকগুলো ভাল সুযোগ তৈরি করেছিল। তবে সেগুলো গোলে পরিণত করতে পারেনি।" তিনি এও বলেন, "“আমরা পয়েন্ট পাওয়ার জন্য লড়াই করেছি।"
কুয়াদ্রাতের এমন প্রতিক্রিয়া ঘিরে নতুন করে সমালোচনা শুরু করেছেন লাল-হলুদের একাংশ সমর্থক। এখন দেখার পরের ম্যাচে কুয়াদ্রাতের মুখ রক্ষা করতে পারে কিনা তাঁর ছেলেরা!