শেষ আপডেট: 11th September 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: স্পেসএক্স তার নতুন মিশন পোলারিস ডন লঞ্চ করল। চলতি বছরের ১০ সেপ্টেম্বর কেপ ক্যানাভেরাল থেকে লঞ্চ করা হল এটি। এর জন্য ফ্যালকন-৯ রকেটের সাহায্য নেওয়া হয়েছে। এটি একটি ঐতিহাসিক মিশন বলে মনে করছেন বিজ্ঞানীরা। ১২ সেপ্টেম্বর সিভিলিয়ান স্পেসওয়াক শুরু হবে। অর্থাৎ এই প্রথম কোনও প্রাইভেট কোম্পানি থেকে সাধারণ নাগরিক মহাকাশে 'সিভিলিয়ান স্পেসওয়াক' করবেন।
The @PolarisProgram astronaut mission is headed for an altitude 3 times higher than the Space Station, the furthest that humans have been from Earth in over half a century! pic.twitter.com/lYgsA5vMGk
— Elon Musk (@elonmusk) September 10, 2024
পোলারিস ডন মিশনে, ড্রাগন ক্রু ক্যাপসুলে চারজন মানুষ মহাকাশে যাবেন। এই যাত্রীদের নাম হল কমান্ডার জ্যারেড আইজ্যাকম্যান, পাইলট স্কট 'কিড' পোটিট, মিশন স্পেশালিস্ট সারাহ গিলিস এবং আনা মেনন।
পোটিট মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল। গিলিস এবং মেনন দু'জনেই স্পেসএক্স ইঞ্জিনিয়ার। আইজ্যাকম্যান এবং গিলিস প্রথমবার প্রাইভেট স্পেসওয়াক করবেন। এক কথায় তারা মহাকাশে হাঁটবেন। এই সময়ে ড্রাগন ক্যাপসুলের উচ্চতা থাকবে প্রায় ১৪০০ কিমি। অ্যাপোলোর পর এটাই হতে চলেছে সর্বোচ্চ ক্রু মিশন।
চারজন নভোচারীই মহাকাশে পাঁচ দিন কাটাবেন। এর আগে কখনও এমন কোনও মিশন হয়নি। এই পাঁচ দিন ধরে চলবে স্পেসওয়াক। এছাড়া মহাকাশে স্টারলিংক ইন্টারনেটও পরীক্ষা করা হবে।