শেষ আপডেট: 14th September 2024 16:03
দ্য ওয়াল ব্যুরো: মহাকাশই 'ভাল' থাকার জায়গা। পৃথিবীতে ফোন করে জানালেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। স্পেস স্টেশন থেকে শনিবার ভোরে সাংবাদিক সম্মেলনে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন সহচারী ব্যারি বুচ উইলমোরও।
তৃতীয়বারের জন্য মহাকাশ অভিযানে গিয়েছেন সুনীতা। গত ৫ জুন নাসার তরফে আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন তিনি ও ব্যারি।
মহাকাশে যাওয়ার পরই বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সুনীতাদের পৃথিবীতে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। গত শুক্রবার সুনীতাদের ছাড়াই ফিরে এসেছে ওই ক্যাপস্যুলটি। দুশ্চিন্তায় পড়েন সকলে। তবে এদিন মহাকাশ থেকে সুনীতা জানালেন, ভয়ের কিছু নেই, ভালই আছেন তাঁরা।
স্পেস স্টেশন থেকে এদিন একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দেন দু'জন। কেমন আছেন সেখানে? কী কী প্রতিকূলতার মধ্যে পড়তে হচ্ছে তাঁদেরকে? উত্তরে জানান, পূর্বের অভিজ্ঞতা রয়েছে। তাই খুব কঠিন কিছু মনে হচ্ছে না। সুনীতার কথায়, 'মহাকাশ আমার ভাললাগার জায়গা। আমি ভালবাসি এখানে থাকতে।' আটকে থাকা প্রসঙ্গে বলেন, এই কাজে এভাবেই সবকিছু চলে।
স্টারলাইনার ক্যাপস্যুল নিয়ে বলতে গিয়ে মহাকাশচারী জানান, 'আমরা চেয়েছিলাম স্টারলাইনের কাজ শেষ করে পৃথিবীতে ফেরার কিন্তু আমাদের তো আগামী সম্ভাবনার কথাও ভাবতে হয়।'
৮ দিনের জন্য গিয়েছিলেন। সম্প্রতি নাসা জানিয়েছে, পৃথিবীতে ফিরতে ৮ মাস সময় লাগবে। শুরুর দিকে এখবর শুনে বাকি সকলের মতো তিনিও যে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন, তাও অকপটে জানান। সুনীতা বলেন, 'আমি একটু নার্ভাস ছিলাম। মাথার পিছনে আসলে সেসময় চলছিল আমার পরিবারের সঙ্গে কী কী প্ল্যানিং ছিল। মায়ের সঙ্গে সময় কাটানোর কথা ছিল... কিন্তু সবাইকে দেখে আমরা নিজেদের প্রস্তুত করে ফেলি।'
ব্যারি জানান, পৃথিবীতে ফেরা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা নিয়ে তিনিও কিছুটা দুশ্চিন্তায় পড়েছিলেন। তবে এসব কাজে তো শুধুমাত্র নিজেদের সুবিধাটা দেখলে হয় না, বাকিদের মতামতও গুরুত্ব দিতে হয়।
দুই মহাকাশচারী জানান, তাঁরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচনেও স্পেস স্টেশন থেকেই যোগ দেবেন। এই নিয়ে আবেদনও করেছেন শনিবার। সুনীতা বলেন, 'আমেরিকার নাগরিক হিসেবে ভোটপর্বে যোগদান একটা বিরাট কর্তব্য। আমরা স্পেস স্টেশন থেকেই ভোট দেব।'
জানা গিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারিতে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর সঙ্গে যৌথভাবে নাসা যে যান তৈরি করেছে তাতে করেই পৃথিবীতে ফিরে আসবেন দুই মহাকাশচারী।