শেষ আপডেট: 18th March 2024 19:13
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি যা পারেননি, সেটাই করে দেখিয়েছেন স্মৃতি মান্ধানা। মহিলাদের আইপিএলে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলার মেয়ে রিচা ঘোষের উইনিং শটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে গার্ডেনসিটির দল।
কোহলি এতদিন ধরে আইপিএলে খেলছেন, অথচ বেঙ্গালুরুকে খেতাব এনে দিতে পারেননি। সেই নিয়ে আক্ষেপও রয়েছে বিস্তর। কিন্তু এও ঠিক, কোহলি এমন একজন আইকন, যিনি কিনা নিজের বক্তব্যে পুরো দলকে চাঙ্গা করে দিতে পারেন। মহিলা দলকে ফাইনাল ম্যাচের আগেরদিন ভিডিও কনফারেন্সে পেপটক দিয়েছিলেন কোহলি। সেটাই কাজে লেগে গিয়েছে।
রবিবার রাতে তাই খেতাব জয়ের পরে বেঙ্গালুরু দলের সাপোর্ট স্টাফের ফোনে ভিডিও কল করেন কোহলি। তিনি সেইসময় লন্ডন থেকে ফিরছিলেন। ভিডিও বার্তায় কোহলিকে বেশ উৎফুল্ল মনে হয়েছে। তিনি এমন করে মান্ধানা, রিচাদের সঙ্গে কথা বলছিলেন, মনে হবে তিনিও দলের একজন নিয়মিত সদস্য।
কী কথা হল বিরাট ও মহিলা দলের নেত্রীর? স্মৃতি জানিয়েছেন, ‘‘সেইসময় সদ্য চ্যাম্পিয়ন হয়েছি, সবাই হুল্লোড় করছিল। বিরাটের কথা ভাল করে শুনতে পারিনি। তবে যে মনের দিক থেকে খুব খুশি হয়েছে, সেটি হাসি দেখে বুঝতে পারছিলাম। খুব দ্রুত বিরাটের সঙ্গে আমাদের কথা হবে।’’
মহিলাদের ফাইনাল ম্যাচে দিল্লি দলকে হারানোর পরে স্মৃতি বলছিলেন, ‘‘ম্যাচের শুরু থেকে ওদের আমরা মাথায় তুলতে দিইনি। শুরু থেকে চাপে রেখেছিলাম। তাতেই আমাদের কাজ অর্ধেক হয়ে গিয়েছিল। এই ধরনের ম্যাচে আত্মবিশ্বাস ধরে রাখতে হয়, সেটা করে দেখিয়েছে আমাদের মেয়েরা।’’
খেলা শেষে দিল্লি দলের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ও স্মৃতিদের অভিনন্দন জানিয়ে গিয়েছেন। মহারাজ বলেছেন, যোগ্য দলই চ্যাম্পিয়ন হয়েছে।