শেষ আপডেট: 19th March 2024 21:53
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা যা পারেননি, সেটাই করে দেখিয়েছেন স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। তারা মহিলাদের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে।
মঙ্গলবার বিরাট কোহলিরা যখন প্রস্তুতি সারছিলেন, সেইসময় ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন মহিলা দলের ক্রিকেটাররা। মান্ধানা, রিচা, পেরিদের দেখে বোঝাই গিয়েছে তাঁরা খুশিতে ভাসছেন।
কোহলিরা এতদিনে যে খেতাব আনতে পারেননি, সেই কাঙ্খিত ট্রফি নিয়ে আনন্দে উদ্বেল ছিলেন মান্ধানারা। তাঁরা ট্রফি নিয়ে যখন মাঠে এলেন, সেইসময় গার্ড অব অনার দিলেন কোহলি, ম্যাক্সওয়েলরা। যা সত্যিই অভিনব।
এই নিয়ে সপ্তদশ আইপিএল হতে চলেছে। টিম কোহলি আইপিএল জিততে পারেনি। স্মৃতি মান্ধানার দল সেটি করতে পেরে গর্বে ভাসছে। বাংলার মেয়ে রিচা ঘোষের হাত ধরে এসেছে উইনিং শট। সব থেকে বড় কথা, খেলা শেষে মান্ধানার দলের ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে বিরাট কোহলির। তিনি ফাইনালের আগেরদিনও পেপটক দিয়েছিলেন। এমনকী খেলার পরে ভিডিও বার্তা দেন। সেখানে কী বক্তব্য রেখেছিলেন, হর্ষধ্বনিতে শুনতে পারেননি মান্ধানারা।
কোহলি অবশ্য পরে মহিলা দলের সাফল্যে প্রকাশ্যে নেচেছিলেন। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, মহিলা দলের নেত্রী মান্ধানা জানিয়ে দেন, এই সাফল্য পুরো আরসিবি-র। আর যেভাবে আমাদের উৎসাহিত করেছেন বিরাটরা, তাতে আমরাও সমানভাবে গর্বিত। মন থেকে যে তাঁরা খুশি হয়েছেন, সেটি ভালই বোঝা গিয়েছে।