শেষ আপডেট: 26th December 2023 16:32
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, 'রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী...'
ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে দেখে অনেকেই এই বাংলা প্রবাদ আওড়ান। ব্যাট হাতে স্মৃতির খেলা দেখে মুগ্ধ সকলেই। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভক্তদের। তিনি কেন এখনও বিয়ে করেননি, কেমন ছেলে তাঁর পছন্দ, এইসব জানতে চেষ্টা করেন অনেকেই। গুগলে এইসব বিষয় নিয়ে খোঁজখবরও করা হয়। তবে কোথাও এর সদুত্তর মেলেনি!
অবশেষে স্মৃতি মান্ধানা নিজেই সেই প্রশ্নের উত্তর দিলেন। শুধু তাই নয়, তাঁর ক্রিকেট খেলার অনুপ্রেরণা নিয়েও কথা বলেন তিনি। সম্প্রতি অমিতাভ বচ্চনের 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে এসেছিলেন দুই ভারতীয় ক্রিকেটার। ঈশান কিশান ও স্মৃতি মান্ধানা। সেখানেই স্মৃতিকে এক দর্শক প্রশ্ন করেন যে, জীবন সঙ্গী হিসেবে তাঁর কেমন ছেলে পছন্দ?
প্রশ্ন শুনে সকলেই হেসে গড়িয়ে পড়েন। বিগ বি-ও মুচকি মুচকি হাসতে থাকেন। কিছুটা লাজুক হয়ে পড়েন স্মৃতিও। তিনি বলেন, 'আমাকে কোনও দিন এমন প্রশ্ন শুনতে হবে তা ভাবতে পারিনি।' তারপরই তিনি নিজের পছন্দের কথা জানান। ভারতীয় ব্যাটারের কথায়, 'ভাল ছেলে হতে হবে, যে আমার যত্ন নেবে। সর্বোপরি আমার খেলাটা বুঝবে। আমাকে সাপোর্ট করবে।'
Okay Smriti ???? hum smjh gye ????#SmritiMandhana
— Ms. Lucky Varshney (लकी वार्ष्णेय)???????? (@lntfl13) December 26, 2023
(Courtesy - Sony Liv) pic.twitter.com/YiEpzEytrW
ছোট থেকেই যে তিনি ক্রিকেট খেলবেন তা ঠিক হয়ে গিয়েছিল! স্মৃতির কথায়, 'আমার বাবা ক্রিকেট খেলার অনুমতি পাননি। তাই আমার বাবা চেয়েছিলেন আমি ক্রিকেট খেলি। আমি আমার ছেলেবেলা থেকে ক্রিকেটের কথা শুনে আসছি, হয়তো যখন মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই ক্রিকেট খেলার ব্যপারে শুনছি।'