শেষ আপডেট: 23rd July 2023 07:37
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সফরে (Bangladesh Series) গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মীরপুরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে আম্পায়ারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), বাংলাদেশের আম্পায়ার মহম্মদ কামরুজ্জামান এবং তানভির আহমেদের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে। এভাবে আম্পায়ারদের সমালোচনা করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার হরমনপ্রীতের হয়ে ব্যাট ধরলেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
শনিবার মীরপুর ম্যাচের পর সাংবাদিক বৈঠকে আসেন স্মৃতি। তাঁকে হরমনপ্রীতকে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, 'যেকোনও ম্যাচেই এমন ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যখন এই ধরনের সিরিজের ম্যাচে কোনও ডিআরএস থাকে না। আমরা এখানে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলাম।’
মান্ধানা আরও বলেন, 'আমরা কিছু ক্ষেত্রে একটু ভাল আম্পায়ারিং আশা করি। আমি নিশ্চিত যে আইসিসি, বিসিবি এবং বিসিসিআই অবশ্যই এটি নিয়ে আরও আলোচনা করবে। সম্ভবত আমরা পরেরবার থেকে একটি নিরপেক্ষ আম্পায়ারিং ব্যবস্থা পাব।'
হরমনপ্রীত কি ঠিক করেছিলেন? মান্ধানা তাঁর দলের অধিনায়কের পাশে দাঁড়িয়ে বললেন, 'এটা খেলার অবিচ্ছেদ্য অংশ। অতীতে ছেলেদের ক্রিকেটে এমন অনেক ঘটনা দেখেছি আমরা। যখন আপনি ভারতের হয়ে খেলবেন, আপনি ম্যাচ জিততেই চাইবেন এবং মুহূর্তের উত্তেজনায় এমনটা ঘটে গিয়েছে।'
কী ঘটেছিল?
সিরিজের তৃতীয় ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর। বাংলাদেশের ২২৬ রান তাড়া করতে নামে ভারত। যে জিতবে, সেই সিরিজ পকেটে পুড়বে। কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ ওভারে গিয়ে টাই হয়ে যায়। ২২৫ রানে অলআউট হয়ে যায় ভারত। কিন্তু এই ম্যাচে অধিনায়ক হরমনপ্রীতের আউট নিয়ে বিতর্কের জন্ম নেয়।
৩৩.৪ ওভারে বাংলাদেশের বোলার নাহিদা আখতারের বলে সুইপ শট মারতে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। কিন্তু বলটি হরমনপ্রীতের পায়ের গোড়ায় পড়ে এবং স্লিপে উড়ে যায়। সেটাই তালুবন্দি করেন বাংলাদেশের ফিল্ডার। আম্পায়ার আউট দিয়ে দেন।
সেই আউটের সিদ্ধান্ত সঠিক ছিল না, বলে মনে হয়েছিল হরমনপ্রীতের। রেগে গিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ারের দিকে উত্তেজিত ভাবে কিছু বলতে-বলতে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান। এই নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে।
খেপ ক্রিকেট থেকে টেস্টের মঞ্চ! প্রথম উইকেট পেয়ে কোহলির কোলে উঠে পড়লেন মুকেশ