শেষ আপডেট: 19th July 2024 22:22
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের ক্রিকেটে ভারতীয় মেয়েদের দাপট। তাঁরা এশিয়া কাপের ম্যাচে পাকিস্তান মহিলা দলকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছে। ৩৫ বল আগেই পাক দলের রান তুলে ম্যাচ জিতে নিয়েছে হরমনপ্রিত কাউরের দল।
পাক দল প্রথমে ব্যাটিং করে তোলে ১০৮ রান। ভারতীয় মেয়েরা তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে দেন। সিদ্রা আমিন পাক দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন। না হলে বাকি পাক ব্যাটাররা কম রানে প্যাভিলিয়নের পথ দেখেছেন। ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা তিন উইকেট নিয়েছেন ২০ রানে। পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন রেণুকা সিং, পূজা বস্ত্রাগার ও শ্রেয়াঙ্ক পাতিল।
ভারতীয় ব্যাটারদের মধ্যে শেফালি ভার্মা (৪০) এবং স্মৃতি মান্ধানা (৪৫) অর্ধেকের বেশি রান তুলে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। দুই ওপেনারের মধ্যে শেফালি ভার্মা ২৯ বলে ৪০ রান করেছেন। পাশাপাশি স্মৃতির ৪৫ রান এসেছে ৩১ বলের মাধ্যমে। ইনিংসে মোট নয়টি বাউন্ডারি রয়েছে।
ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে তিনে নামা দয়ালান ১৪ রানে আউট হয়ে যাওয়ার পরে দুই ওপেনার শেফালি ও মান্ধানাই মসৃণ গতিতে দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছেন। তবে একেবারে শেষে এসে তাড়াহুড়ো করে রান তুলতে গিয়ে আউট হন ভারতের দুই ওপেনারও। শেষে এসে দলের অধিনায়িকা হরমনপ্রিত কাউর এবং জেমিমা রডরিগেজ দু্জনে মিলে জয়ের রান তুলে দেন।
ভারতের বোলারদের মধ্যে দীপ্তি ফের নজর কাড়লেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন। শ্রীলঙ্কার ডাম্বুলায় ভারতীয় মহিলা দল জিতে অভিযান শুরু করল। তারা এবারও খেতাব জয়ের অন্যতম ফেভারিট।