শেষ আপডেট: 14th December 2023 19:55
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে টেস্ট ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তারা মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমদিনেই করেছে ৪১০ রান সাত উইকেটের বিনিময়ে। মহিলাদের ক্রিকেটে ৮৮ বছরের ইতিহাসে একদিনে এটাই যে কোনও দলের সর্বোচ্চ রান।
দু’বছর পরে আবারও টেস্ট ক্রিকেট খেলছেন হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানারা। আর ফিরেই তাঁরা ইতিহাসের সাক্ষী থাকলেন। এর আগে ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনেই ইংল্যান্ড করেছিল ৪ উইকেটে ৪৩১। তারপরে এই রানটাই সর্বোচ্চ রানের নজির হিসেবে গন্য হবে।
ঘরের মাঠে ন’বছর পরে টেস্ট খেলতে নেমেছে ভারতের এই মহিলা দলটি। যদিও দু’বছর আগে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই তাদের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলেন মান্ধানারা। দুটি টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েই ইতিহাস গড়ে ফেলেছে ভারতীয় দল।
দলের দুই ওপেনার স্মৃতি মান্ধানা (১৭) ও শেফালি ভার্মা (১৯) ফিরে যাওয়ার পরে আট নম্বর ব্যাটার পর্যন্ত বড় রান পেয়েছেন। তার মধ্যে পাঁচজন হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন।
ভারতীয় দলের টেস্ট জার্সিতে অভিষেক ঘটে জেমাইমা রডরিগেজ, রেণুকা ঠাকুর ও শুভা সতীশের। অভিষেক ম্যাচে বড় রান পেলেন সতীশ শুভা (৬৯)। দলের রান যখন ১৬২, তখন প্যাভিলিয়নে ফেরেন সতীশ। অভিষেকেই অর্ধশতরান পান জেমাইমা। শেষমেশ ব্যক্তিগত ৬৮ রানে ফেরেন তিনি।
দলের অধিনায়ক হরমনপ্রীত রান আউট হয়েছেন ৪৯ রানে। বাংলার রিচা ঘোষের বদলে মাঠে নামা স্বস্তিকা ভাটিয়া ৬৬ রান করেন, ইনিংসে রয়েছে ১০টি চার ও একটি ছক্কা। শেষদিকের ব্যাটার স্নেহ রাণাও ৩০ রান করে গিয়েছেন। ইংল্যান্ড বোলারদের মধ্যে বিশেষ কেউই সুবিধে করতে পারেননি। দুই উইকেট নিয়েছেন লরেন বেল।