শেষ আপডেট: 7th February 2023 10:12
দ্য ওয়াল ব্যুরো: সোমবার নয়, আজ, মঙ্গলবারে সাত পাকে বাঁধা পড়ছেন বলিউডের 'সিয়ারা' জুটি। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে চারহাত এক হবে সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আডবানির (Kiara Advani)। 'রণলিয়া' কিংবা 'দীপভীর'-এর মতো এঁদের বিয়েতেও কোনওরকম সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তারপরেও প্যালেসের বাইরে থাকা পাপারাৎজিরা তাঁদের বিয়ে নিয়ে একাধিক আপডেট তুলে ধরছেন মিডিয়াতে। মঙ্গলবার সকালে একটি নতুন ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেছে, যেখানে বারাতের (বিয়ের একটি রীতি) (Baraat) জন্য ব্যান্ডপার্টি প্রস্তুত হচ্ছে এবং ঘোড়াও নিয়ে আসা হয়েছে।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, একদল সঙ্গীতশিল্পী প্রাসাদে প্রবেশের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। তাঁরা সকলেই নির্দিষ্ট পোশাক পরে, হাতে বাজনা নিয়ে অনুষ্ঠান শুরুর অপেক্ষায় রয়েছেন। এমনকী নিয়ে আসা হয়েছে সাদা রঙের একটি ঘোড়া। তার উপর চড়েই বিয়ের আসরে আসবেন সিদ্ধার্থ মালহোত্রা।
সূত্রের খবর, সোমবার সূর্যগড় প্যালেসে সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান হয়েছে। সেই উপলক্ষ্যে গোটা সূর্যগড় প্রাসাদ দেশি এবং বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছিল। মঙ্গলবার বিয়ের অনুষ্ঠানেও প্যালেসের ভিতর একটি বিশেষ মণ্ডপ সজ্জিত করা হয়েছে।
খবর অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সিদ্ধার্থ এবং কিয়ারা তাঁদের বিয়ে উপলক্ষে একটি রিসেপশনের আয়োজন করছেন। যেখানে উপস্থিত থাকবেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা। একইসঙ্গে মিডিয়া কর্মীদেরও আমন্ত্রণ জানানো হবে।
সঙ্গীতে নাচবেন সিড-কিয়ারা, নিমন্ত্রিতের তালিকায় কোন সেলেব্রিটিরা