শেষ আপডেট: 9th February 2023 09:56
দ্য ওয়াল ব্যুরো: জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে জাঁকজমক করে বিয়ের পর বুধবার সন্ধেতেই স্বামী সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) হাত ধরে দিল্লিতে শ্বশুরবাড়িতে পা রাখলেন নববধূ কিয়ারা আডবানি (Kiara Advani)। লাল কুর্তি-পাজামার উপর ওড়না পরেছিলেন কিয়ারা আর সিদ্ধার্থের পরনে ছিল লাল কুর্তা এবং সাদা পাজামা। সঙ্গে পাঞ্জাবির উপর চাপিয়েছিলেন সাদার উপর রঙিন সুতোর কাজ করা শাল। দিল্লি এয়ারপোর্টে নামার পরই দু'জনকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। এরপর তাঁদের পাল্টা শুভেচ্ছা জানিয়ে মিষ্টি (Sweets) বিতরণ করেন নবদম্পতি।
এদিকে দিল্লিতে শ্বশুরবাড়িতে সিড-কিয়ারা প্রবেশ করতেই শুরু হয় উল্লাস। ঢোল বাজিয়ে, গান চালিয়ে স্বাগত জানানো হয় নবদম্পতিকে। বাড়ির সদস্যদের সঙ্গে নাচতে দেখা যায় অভিনেতা-অভিনেত্রীকেও। ঢোলের তালে তালে বাড়ির দরজার সামনে দাঁড়িয়েই নাচ করেন তাঁরা। এরপর তাঁদের ভিতরে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার জয়সলমেরে বিয়ের পর বুধবার সন্ধেয় শ্বশুরবাড়িতে প্রথমবার প্রবেশ করলেন কিয়ারা। সূত্রের খবর, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি দিল্লিতে আত্মীয়-পরিজনদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করেছেন দম্পতি। আজ সেই অনুষ্ঠানের পর দিল্লি থেকে মুম্বইয়ে ফিরে যাবেন তাঁরা। এরপর মুম্বইয়ে ফিরে ১২ তারিখ বলিউডের বন্ধু-বান্ধব, তারকাদের জন্য আরও একটি রিসেপশন পার্টি হবে। সেখানে উপস্থিত থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।