শেষ আপডেট: 4th February 2023 08:11
দ্য ওয়াল ব্যুরো: সপরিবারে বিমানবন্দরে (airport) পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন বলি তারকা কিয়ারা আডবানি (Kiara Advani)। সূত্রের খবর, শনিবার সকালেই মা-বাবা এবং আত্মীয়স্বজনদের সঙ্গে তিনি জয়সলমেরের উদ্দেশে রওনা দিয়েছেন। কারণ, সেখানেই বসবে বিয়ের আসর। এখনও পর্যন্ত যা খবর, আগামী সোমবার, ৬ ফেব্রুয়ারি সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) সঙ্গে বিয়ে হতে চলেছে কিয়ারার।
এদিন এয়ারপোর্টে অভিনেত্রীর সঙ্গে সেখানে দেখা গিয়েছে তাঁর বাবা-মা জগদীপ আডবানি এবং জেনেভিভ আডবানিকে। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি। মেহেন্দি-সঙ্গীত-সহ সমস্তরকম নিয়ম মেনেই চারহাত এক হবে 'সিয়ারা'-র। শনিবার, ৪ ফেব্রুয়ারি সন্ধে থেকেই শুরু হচ্ছে সমস্ত অনুষ্ঠান। এদিন হবে মেহেন্দি।
এখনও পর্যন্ত যা খবর, বিয়ের আগের দিন রবিবার সন্ধেয় সঙ্গীত অনুষ্ঠানে একসঙ্গে নাচ করবেন সিদ্ধার্থ-কিয়ারা। শুধু তাই নয়, দুই পরিবারের সদস্যরাও এই নাচের অনুষ্ঠানে সামিল হবেন। তাই নাচের অনুশীলনে খামতি রাখছেন না কেউই। নববধূ কিয়ারাকে নিয়ে খুবই খুশি সিদ্ধার্থের বাবা-মা’ও।
ইতিমধ্যে নিমন্ত্রিতরা সেই প্যালেসে আসতে শুরু করে দিয়েছেন। জানা গেছে, দু’জনের পরিবারের লোকজনের বাইরে বিশেষ কাউকে এই বিয়েতে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এমনকী বলিউড থেকেও হাতেগোনা কয়েকজন উপস্থিত থাকবেন সিড-কিয়ারার বিয়েতে। সিদ্ধার্থের মেন্টর করণ জোহর, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রারা বিয়েতে উপস্থিত থাকবেন। সস্ত্রীক শাহিদ কাপুরও সেই বিয়েতে আসবেন বলে জানা গিয়েছে। সকল অতিথির জন্য সেই প্রাসাদে একাধিক বিলাসবহুল ঘরের ব্যবস্থাও করা হয়েছে।
সঙ্গীতে নাচবেন সিড-কিয়ারা, নিমন্ত্রিতের তালিকায় কোন সেলেব্রিটিরা