শেষ আপডেট: 9th July 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো: মিড মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৫০ জনের বেশি ছাত্রছাত্রী। যার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন পড়ুয়া। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের নয়াবসতে পন্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যাপীঠের।
গড়বেতার স্কুলটিতে মূলত তিন নম্বর ব্লক সহ পার্শ্ববর্তী এলাকার আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এটি একটি আবাসিক স্কুল। অভিযোগ, মঙ্গলবার দুপুরে মিড ডে মিল খাওয়ার পরে আচমকাই ছাত্রছাত্রীরা অসুস্থ হতে শুরু করেন। প্রাথমিকভাবে দশজন পড়ুয়া অসুস্থ বোধ করে। তাদেরকে দ্বারিগেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পরে ধীরে ধীরে অসুস্থ ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়তে থাকে। সবমিলিয়ে প্রায় ৩০ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বমি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই স্কুলে স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয়েছে।
ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, প্রায়ই ওই স্কুলের মিড ডে মিলের খাবারে পোকামাকড় পড়ে। এনিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও গুরুত্ব দেয়নি। এদিন মিড ডে মিলের খাবারে বিষাক্ত কোনও কিছু মিশে যাওয়ার কারণেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে বলে আশঙ্কা অভিভাবকদের। এপ্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিনোদবিহারী মন্ডল বলেন, "মিড ডে মিলের খাবার খাওয়ার পরই বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।"