শেষ আপডেট: 17th June 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো: আচমকা বুকে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়! জানা গেছে, শনিবার থেকেই বর্ষীয়ান এই অভিনেত্রীর বুকে একটু অস্বস্তি হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে।
সন্ধ্যা রায়ের সহকারী জানিয়েছেন, আপাতত কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে ৭৯ বছর বয়সি সন্ধ্যাকে। সমস্ত পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। তবে তাঁর সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না।
উডল্যান্ড সূত্রের খবর, অভিনেত্রীর ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। ২৪ ঘণ্টার হল্টার মনিটরিং চলছে। রক্তপরীক্ষাও করা হয়েছে। আপাতত স্থিতিশীল আছেন তিনি। মনে করা হচ্ছে, 'করোনারি ইনসাফিসিয়েন্সি' হয়েছে তাঁর। অভিনেত্রীর চিকিৎসার জন্য তিন জন চিকিৎসকের একটি টিম তৈরি করা হয়েছে। তাতে রয়েছেন কার্ডিওলজির ডিরেক্টর ডক্টর এসবি রায়, ক্রিটিক্যাল কেয়ার স্পেশ্যালিস্ট ডক্টর সুস্মিতা দেবনাথ এবং নন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর পিকে মিত্র।
প্রায় তিন দশক সময় ধরে বাংলা সিনেমায় দাপিয়ে অভিনয় করেছেন সন্ধ্যা। ‘পলাতক’, ‘ভ্রান্তিবিলাস’, ‘বাঘিনী’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’-- ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় আজও মনে রেখেছে বাঙালি। বিয়ে করেছিলেন পরিচালক তরুণ মজুমদারকে। শেষের দিকে অবশ্য বিচ্ছিন্ন ছিলেন তাঁরা। ২০১৪ সালে মেদিনীপুর থেকে তৃণমূলের হয়ে লড়ে সাংসদ হয়েছিলেন সন্ধ্যা। তবে এর পরে আর রাজনীতি করেননি বিশেষ। সেভাবে ক্যামেরার সামনেও আসেননি বয়সজনিত কারণে।
২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। ২০২২ সালে হারান স্বামী তরুণ মজুমদারকে। এবার ফের বুকে সমস্যা নিয়ে হাসপাতালে সন্ধ্যা। আপাতত দিন কয়েক হাসপাতালেই ভর্তি থাকবেন তিনি।