শেষ আপডেট: 28th February 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: শাহজাহান শেখ এবং সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি এতটাই চড়ে রয়েছে যে জেলবন্দি তৃণমূল মন্ত্রীরা বেশ কিছুদিন খবরের নজর এড়িয়ে যাচ্ছেন। অনেকেরই এখন মনে করতে কষ্ট হয়, কবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন। কিন্তু, নির্ধারিত দিনে তাঁদের মামলা উঠছে, শুনানিও হচ্ছে। অথচ প্রচারের আলো সেভাবে পাচ্ছেন না তাঁরা। তবে বুধবার জ্যোতিপ্রিয়র আইনজীবী যা সওয়াল করলেন তাতে যথেষ্ট উদ্বেগের বিষয়।
এদিন তাঁর আইনজীবী আদালতে বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ। জেল হেফাজতে থাকাকালীন তাঁর ওজন প্রচুর কমেছে। তাই অসুস্থতার কারণ দেখিয়ে এদিন নগর দায়রা আদালতে জ্যোতিপ্রিয়ের জামিনের আবেদন করা হয়। প্রাক্তন খাদ্যমন্ত্রীর আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে বলেন, জেলে জ্যোতিপ্রিয়ের ওজন ২৫ কেজি কমে গিয়েছে। বর্তমানে তাঁর ওজন ৩৭ কেজি বলেও দাবি করেন তিনি।
বুধবার আদালতের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয়। তাঁর মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। এমনকী, আদালতে শুনানির সময়ে তাঁর কপাল থেকে রক্তপাতও হয়েছে। জ্যোতিপ্রিয়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। জেলে তাঁর মাথা ফেটে গিয়েছে। তাই অসুস্থতার কারণে তাঁকে জামিন দেওয়া হোক।
আদালতে বালুর আইনজীবীর সওয়াল, গ্রেফতারির পর প্রথম দিন আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। তাঁকে সেদিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর একটি কিডনি ৭৪ শতাংশ এবং অন্যটি ২৬ শতাংশ কাজ করে। কোভিডের সময়ে জ্যোতিপ্রিয়কে দু’বার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলেও জানান তিনি। সে সময়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন মন্ত্রী।
জ্যোতিপ্রিয়ের আইনজীবী জানান, তাঁর মক্কেলের বাঁচার সম্ভাবনা কতটা, তা নিয়েই তাঁরা চিন্তিত। তিনি দীর্ঘ দিনের সুগারের রোগী। কিডনির সমস্যা রয়েছে। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।