শেষ আপডেট: 26th November 2023 20:14
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ফুচকা খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হল এক মহিলার। অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৫০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার নাকাশিপাড়া এলাকায়। ফুচকা বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে বিষক্রিয়ার হয়েছে, তা সঠিকভাবে জানতে মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
শুক্রবার রাতে নাকাশিপাড়ার মাঠপাড়া ও মরকখোলা এলাকায় ফুচকা বিক্রি করছিল এক বিক্রেতা। তার কাছ থেকে অনেকেই ফুচকা খেয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁরা ওই ফুচকাওলার কাছ থেকে ফুচকা খেয়ে ছিলেন, রাতে তাঁরাই অসুস্থ হয়ে পড়তে থাকেন। রাতভর বমি, পেট খারাপ ও পেট ব্যথা শুরু হয়। অনেকের জ্বর চলে আসে। তাঁদের অনেকেই বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অনেকের চিকিৎসা বাড়িতেই চলছে।
শনিবার সকাল থেকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি থাকা এক মহিলা উষা ওঝার অবস্থা সংকটজন হয়ে পড়ে। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
হাসপাতালে অসুস্থদের ভিড় বাড়ছে। কীভাবে ফুচকা থেকে এমন বিষক্রিয়া ঘটেছে, তা নিয়ে প্রশাসন তদন্তে নেমেছে।