শেষ আপডেট: 29th April 2024 15:13
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি প্রসঙ্গে রাজ্য সরকারকে দুষল সুপ্রিম কোর্ট। সোমবার রাজ্যের আবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালত বলে, একজন বেসরকারি ব্যক্তিকে বাঁচাতে রাজ্য সরকার এগিয়ে আসবে কেন? আইন-বিচার সংক্রান্ত সংবাদমাধ্যম লাইভ ল.ইন এই খবর দিয়ে বলেছে, সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করে বলে, পশ্চিমবঙ্গ সরকার কেন সন্দেশখালি কাণ্ডে একজন বেসরকারি ব্যক্তিকে রক্ষা করার স্বার্থে আবেদনকারী হিসেবে দাঁড়াবে?
গত ১০ এপ্রিল কলকাতা হাইকোর্টে সন্দেশখালিতে জমি দখল ও যৌন নির্যাতনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। তারই শুনানিতে এদিন বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ আবেদনকারী রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভির কাছে প্রশ্ন তোলে।
রাজ্যের কৌঁসুলি আদালতকে বলেন, এর কারণ হল ঘটনার পর থেকে এবং হাইকোর্টের নির্দেশে কিছু এমন মন্তব্য ছিল যাতে মর্যাদাহানি হয়েছে তাঁর মক্কেলের। তিনি জানান, রাজ্য সরকার যখন পুরোপুরি সক্রিয়ভাবে পদক্ষেপ করেছে, তখন তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য ঠিক নয়।
আবেদনে রাজ্য সরকার বলেছে, হাইকোর্টের নির্দেশে রাজ্যের পুলিশ-প্রশাসনিক ব্যবস্থাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যদিও আদালতের সামনে এদিন সিংভি বলেন, বিশেষ অবসরকালীন আবেদনে কিছু তথ্য অসম্পূর্ণ থেকে গিয়েছে। তাই আদালতের কাছে তিনি আবেদন জানান যাতে বিষয়টি কয়েক সপ্তাহ পরে উত্থাপন করা হয়। সিংভির আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালত জুলাই পর্যন্ত শুনানি মুলতুবি করে দেয়।
প্রসঙ্গত বলা যায়, সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত হলেন শাহজাহান শেখ। যিনি ওই এলাকার একদা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ছিলেন। যদিও অভিযোগ ও বিক্ষোভের মুখে তৃণমূল তাঁকে সাসপেন্ড করে দিয়েছে।