শেষ আপডেট: 17th May 2024 21:47
দ্য ওয়াল ব্যুরো: তহবিল তছরুপ প্রতিরোধ আইনে আগেই সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি । এবার ১৪ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা। যার মধ্যে রয়েছে ‘সন্দেশখালির বাঘ’-এর স্থাবর-অস্থাবর সম্পত্তি।
তদন্তে নামার পর দফায় দফায় শাহজাহানের বিপুল সম্পত্তি হদিশ পেয়েছেন ইডির আধিকারিকেরা। শুক্রবার সন্ধ্যায় ইডির কলকাতা শাখার তকফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, শাহজাহানের স্থাবর এবং অস্থাবর মিলিয়ে ১৪ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা আটক করেছেন ইডি কর্তারা। এছাড়াও স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ৩৮.৯০ বিঘা জমি। যার বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা।
ED, Kolkata has provisionally attached movable /immovable assets in the form of balances in 17 bank accounts to the tune of Rs. 3.78 Crore and 55 immovable properties [38.90 bighas] worth Rs. 10.50 Crore,
— ED (@dir_ed) May 17, 2024
ইডি সূত্রে জানা গিয়েছে, শেখ শাহজাহান এবং তাঁর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শাহজাহানের পাশাপাশি শেখ আলমগির, শিবপ্রসাদ হাজরা-সহ অন্যান্যদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও রয়েছে।
শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখলের অভিযোগ উঠেছে। যদিও ভোটের মাঝে পরপর ভাইরাল হওয়া ভিডিও সেই সব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ, ভিডিওগুলিতে দাবি করা হয়েছে, টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। বিজেপির নেতারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এদিকে আবার ভোটের মাঝেই সন্দেশখালি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। শাহজাহান কোনও অস্ত্র পাচারকারীদের সঙ্গে জড়িত কিনা, সেই বিষয় নিয়েও তদন্ত হচ্ছে।
সিবিআই-এর পাশাপাশি ইডিও সন্দেশখালি মামলায় তদন্ত করছে। এর আগে গত ৫ মার্চ ১২.৭৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। এবার সেই পরিমাণ আরও বড়ল। বাজেয়াপ্ত করা স্থাবর সম্পত্তির মধ্য কলকাতায় কেনা ফ্ল্যাট, জমি, মাছের ভেড়িও রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।